এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নারদ মামলায় গৃহবন্দি চার নেতা পাবেন এই সুযোগ, জেনে নিন

নারদ মামলায় গৃহবন্দি চার নেতা পাবেন এই সুযোগ, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নারদ কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত ৪ হেভিওয়েটকে জামিনের আবেদন জানিয়েছেন তাঁদের আইনজীবীরা। তবে আদালতের পক্ষ থেকে, তাঁদের জামিন দেয়া না হলেও, তাঁদের বাড়ি ফেরার অনুমতি দেয়া হয়েছে। তবে, বাড়ি ফিরলেও সম্প্রতি তাঁদের গৃহবন্দী থাকতে হবে। তবে আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বাড়িতে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারের কাজে যোগদান করতে পারবেন সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম প্রমুখরা। সরকারি ফাইল পাঠানো হবে তাঁদের কাছে। কিন্তু সশরীরে যোগদান করতে পারবেন না।

আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নতুন বেঞ্চ গঠিত না হওয়া পর্যন্ত এই চারজনকে গৃহবন্দী থাকতে হবে। আজকেই আদালতে তৃতীয় বেঞ্চ গঠন করার সম্ভাবনা রয়েছে। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে যে, করোনা মোকাবিলার সঙ্গে যেসব হেভিওয়েটরা জড়িত আছেন, তাঁরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাজ করতে পারবেন। কিন্তু সরাসরি বাইরে বেরিয়ে মিটিং করতে পারবেন না। আদালতের এই নির্দেশ নিয়ে হাইকোর্টের দুজন বিচারপতির মধ্যে মতানৈক্য শুরু হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ৪ হেভিওয়েট এর অন্তর্বর্তী জামিনের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তার বিরোধিতা করেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল। এর পরেই মামলা বৃহত্তর বেঞ্চে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। বৃহত্তর বেঞ্চে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। ততদিন পর্যন্ত তাঁদের গৃহবন্দী থাকার নির্দেশ দেয়া হয়েছে।

তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিমের মত মন্ত্রীরা করোনা পরিস্থিতিতে কাজ করতে পারছেন না। তাই তাঁরা যাতে গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন, আদালতের পক্ষ থেকে তার অনুমতি দেয়া হোক। এরপরই আদালতের পক্ষ থেকে তাঁদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাড়িতে থেকে কাজ করার অনুমতি দেয়া হয়েছে। তবে সরাসরি তাঁদের কাজে যোগদানের অনুমতি দেয়া হয়নি। অর্থাৎ, দীর্ঘ কয়েক দিন চাপানউতোরের পর আজ বাড়ি ফিরতে চলেছেন রাজ্যের ৪ হেভিওয়েট।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!