এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > আবার বোমা বিস্ফোরণ রাজ্যে, রয়েছে কি রাজনৈতিক যোগ? তদন্ত শুরু

আবার বোমা বিস্ফোরণ রাজ্যে, রয়েছে কি রাজনৈতিক যোগ? তদন্ত শুরু


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী 7 তারিখের রাজ্য তৃতীয় দফার নির্বাচন হতে চলেছে।   কিন্তু আবারও আগের মতই তৃতীয় দফার নির্বাচনের আগে পূর্ব বর্ধমানের গলসি এক নম্বর ব্লকে বোমা বিস্ফোরণের ঘটনা রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়ালো। সূত্রের খবর, রবিবার রাত ন’টা নাগাদ বিস্ফোরণে কেঁপে ওঠে পূর্ব বর্ধমান গলসি 1 নম্বর আটপাড়া গ্রাম। সাধারণ মানুষ বোমার আতঙ্কে হইচই পড়ে যায়। সামাল দিতে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে যায় গলসি থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে বাড়ির মালিক শেখ ফটিককে। যদিও মনে করা হচ্ছে, বাড়িতে রাখা মজুদ বোমা বিস্ফোরণে এই বড়োসড়ো বিপদ ঘটে গেছে।

গ্রামবাসীরা জানিয়েছেন, আট পাড়া গ্রামের বাসিন্দা শেখ ফটিকের বাড়ির উঠোনের কাছে এই বিস্ফোরণটি ঘটে। তবে গলসির আটপাড়া গ্রামে এর আগেও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত বছর সেপ্টেম্বরে একটি শিশু শিক্ষা কেন্দ্রে বিস্ফোরণ হয়। তাই নিয়েও ব্যাপক টানাপোড়েন চলে রাজ্যজুড়ে। তবে পরিস্থিতি মোটেই বদলায়নি। আবারও সেই একই ঘটনা ঘটল। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে সিআইডি। প্রসঙ্গত, গলসিতে বিধানসভা নির্বাচন আগামী 22 শে এপ্রিল। গলসি বিধানসভা ইতিমধ্যেই রাজনৈতিক আলোচনার শীর্ষে উঠে এসেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী বিধানসভা এলাকা থেকে কয়েক হাজার ভোটে এগিয়ে ছিলেন। এবার তৃণমূল প্রার্থী বদল করেছে গলসির বিধায়ক অলক মাঝিকে। তাঁকে সরিয়ে জামালপুরে নিয়ে যাওয়া হয়েছে এবং রায়নার বিধায়ক নেপাল ঘোড়ুইতে প্রার্থী করা হয়েছে। একই সাথে বিজেপির পক্ষ থেকেও প্রথমে এই কেন্দ্রের প্রার্থী নির্বাচন করেন তপন বাগদিকে।  কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ মুহূর্তে তাঁকে বদল করে বিজেপি এবং গলসি কেন্দ্রের নতুন বিজেপি প্রার্থী বিকাশ বিশ্বাস।

সব মিলিয়ে একটা টানাপোড়েন চলছে গলসি বিধানসভা কেন্দ্র ঘিরে। তার মধ্যে রবিবার এলাকায় বোমা বিস্ফোরণ রাজনৈতিক উত্তেজনা আরো বৃদ্ধি করেছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে প্রশ্ন উঠেছে, নির্বাচন কমিশন এই মুহূর্তে রাজ্যের আইন শৃংখলার দায়িত্ব হাতে নিয়েছে। তার পরেও কিভাবে বিভিন্ন জায়গা থেকে বোমা বিস্ফোরণ হচ্ছে কিংবা বোমা উদ্ধার হচ্ছে এত প্রবলভাবে তা নিয়ে উঠেছে বড়োসড়ো প্রশ্ন। স্বাভাবিকভাবেই রবিবার গলসি বিধানসভা কেন্দ্রের বোমা বিস্ফোরণ এই মুহূর্তে রাজনৈতিক আঙ্গিকে বিচার করা হচ্ছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!