এখন পড়ছেন
হোম > রাজ্য > পুর দুর্নীতি নিয়ে ফের আদালতে ধাক্কা রাজ্যের! জোর অস্বস্তিতে নবান্ন!

পুর দুর্নীতি নিয়ে ফের আদালতে ধাক্কা রাজ্যের! জোর অস্বস্তিতে নবান্ন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গেই উঠে আসে পৌরসভার নিয়োগ সংক্রান্ত দুর্নীতির প্রসঙ্গ। যার ফলে প্রবল অস্বস্তিতে পড়ে রাজ্য সরকার। আদালতের পক্ষ থেকে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলেও, তা নিয়ে বারবার চ্যালেঞ্জ জানায় রাজ্য। তবে এবার সেই ব্যাপারে ডিভিশন বেঞ্চে জোর ধাক্কা খেলো নবান্ন। যেখানে ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে সিঙ্গেল বেঞ্চের দেওয়া সিবিআই তদন্তের নির্দেশকেই বহাল রাখা হলো।

প্রসঙ্গত, একসময় শিক্ষক নিয়োগ দুর্নীতির সাথে সাথেই উঠে আসা পৌর নিয়োগ দুর্নীতির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরবর্তীতে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার। যার ফলে বেঞ্চ বদল হওয়ার কারণে বিচারপতি অমৃতা সিনহার পক্ষ থেকেও সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ এই বহাল রাখা হয়। কিন্তু এর পরেই রাজ্যের পক্ষ থেকে যাওয়া হয় সুপ্রিম কোর্টে। কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, গোটা বিষয়টি হাইকোর্ট তদারকি করবে।

পরবর্তীতে রাজ্য সরকার সিঙ্গেল বেঞ্চের দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। আর এবার ডিভিশন বেঞ্চের পক্ষ থেকেও সেই সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে বহাল রাখা হয়েছে। তবে আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, পরবর্তী শুনানি হবে 6 জুন। স্বভাবতই পৌর নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যের চাপ যে ফের কিছুটা বৃদ্ধি পেল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!