এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দিলীপের প্রচারে বড়সড় চমক, জ্বলেপুড়ে যাচ্ছে তৃণমূল! সপাটে জবাব বিজেপির!

দিলীপের প্রচারে বড়সড় চমক, জ্বলেপুড়ে যাচ্ছে তৃণমূল! সপাটে জবাব বিজেপির!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপি কি করে প্রচার করবে, এবার কি সেটাও ঠিক করে দেবে তৃণমূল কংগ্রেস? আসলে তারা বুঝতে পেরেছে যে, তাদের এবার জনসমর্থন প্রায় নেই বললেই চলে. তাই বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ যখন একের পর এক মন্দিরে গিয়ে প্রার্থনা করছেন, তখন সেখানেও জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছেন তৃণমূলের নেতারা। তারা আবার দাবি করছেন যে, বিজেপির কাছে লোক নেই। তাই দিলীপ ঘোষ মন্দিরে গিয়ে প্রার্থনা করছেন, সভা করতে পারছেন না। আর সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে তৃণমূলকে সপাটে জবাব দিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। চোরেদের মন্দিরে যাওয়ার মত মুখ নেই বলেই কটাক্ষ করলেন তিনি।

প্রসঙ্গত, এদিন তৃণমূলের এই বক্তব্য নিয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে প্রশ্ন করেন সাংবাদিকরা। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “আমরা তো মন্দিরে যাচ্ছি ঠাকুরের আশীর্বাদ পাওয়ার জন্য। আমরা মন্দির করেছি, মন্দিরে তো যাবই। কিন্তু ওদের মন্দিরে যাওয়ার মত মুখ নেই। সব চোরেদের দল। চোরেরা মন্দিরে যাবে কি করে? যখন বিপদে পড়ে, তখন ঠাকুরের শরণাপন্ন হয়।”

অর্থাৎ বোঝাই যাচ্ছে, বর্ধমান দুর্গাপুরের লড়াই কিন্তু জমজমাট হয়ে উঠেছে। দিলীপ ঘোষ এখানে প্রার্থী হিসেবে নতুন হলেও, তিনি লড়াইয়ের ময়দানে নিজেকে বেশ মানিয়ে নিয়েছেন। আর সেই কারণেই তার প্রচারের ঢং দেখে আতঙ্কগ্রস্থ হয়ে তৃণমূলের পক্ষ থেকে এমন কিছু মন্তব্য করা হচ্ছে, যেটাতে তারা নিজেরাই হাসির পাত্র হয়ে যাচ্ছে। প্রমাণ হয়ে যাচ্ছে যে, দিলীপ ঘোষের জনপ্রিয়তার কাছে ভয় পাচ্ছে তৃণমূলের সেলিব্রেটি প্রার্থী। সেই কারণেই দিলীপ ঘোষের প্রচার নিয়েও জ্বলেপুরে ছারখার হতে দেখা যাচ্ছে রাজ্যের শাসক দলকে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!