এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ধূলাগড়ে বড় সংখ্যায় বিক্ষুব্ধ তৃণমূলীরা মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে

ধূলাগড়ে বড় সংখ্যায় বিক্ষুব্ধ তৃণমূলীরা মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে


আসন্ন উলুবেড়িয়া উপনির্বাচনের প্রাক্কালে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে বড় ধাক্কা দিলেন বিজেপি নেতা মুকুল রায়। গতকাল উলুবেড়িয়া উপনির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার সেরে মুকুলবাবু ধূলাগড়ের পার্শবর্তী উত্তরপাড়া পার্টি অফিসে যান। সেখানে তিনি বিজেপি পার্টি অফিসে পৌঁছাতেই ভিড় বাড়তে থাকে, তাঁর হাত ধরে স্থানীয় ধূলাগড় ও উত্তরপাড়ার অধিবাসীদের একটা বড় অংশ বিজেপিতে যোগ দিতে চান। এই স্থানীয়রা এক সময় সকালেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থক ছিলেন বলে বিজেপি সূত্রে দাবি। গতকাল মুকুলবাবুর হাত ধরে বিপুল সংখ্যক বিক্ষুব্ধ তৃণমূলকর্মী বিজেপিতে যোগ দেন বলে স্থানীয় সূত্রের খবর। রাজ্য-রাজনীতিতে বেশ কিছুদিন আগে উত্তেজক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে ধূলাগড় এখন বিশেষ একটি নাম। বিজেপিতে যোগদানকারীরা দাবি করেন আগামীদিনে আরো বড় সংখ্যায় স্থানীয় বিক্ষুব্ধ তৃণমূলকর্মীরা বিজেপিতে যোগদান করতে চান। বিজেপি সূত্রে জানা গেছে খুব শীঘ্রই সেই যোগদান অনুষ্ঠান হতে চলেছে, সেদিন প্রায় ৫০০ বিক্ষুব্ধ তৃণমূল কর্মী-সমর্থক বিজেপিতে যোগদান করতে পারেন। এই প্রসঙ্গে মুকুল রায়ের প্রতিক্রিয়া, এভাবেই আস্তে আস্তে মাজা ভেঙে যাবে তৃণমূলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!