এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > জনগণের দাবি মেনে নতুন ব্লক গঠনের পর, এবার শুরু হল পঞ্চায়েত সমিতির পুনর্গঠন

জনগণের দাবি মেনে নতুন ব্লক গঠনের পর, এবার শুরু হল পঞ্চায়েত সমিতির পুনর্গঠন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনে বিপুল জয়ের পর থেকেই রাজ্যের একাধিক স্থানে পঞ্চায়েতের দখল পেতে কোথাও পুনর্গঠন, কোথাও অনাস্থা আনতে শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। এলাকাবাসীর দাবি মেনে ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলায় বানারহাট এলাকাকে ধুপগুড়ি ব্লক থেকে পৃথক করে দেয়া হয়েছে। নতুন করে ব্লক গঠন করা হয়েছে। এবার বানারহাটে নতুন করে পঞ্চায়েত সমিতি গঠনের কাজ শুরু হলো।

ধুপগুড়ি ব্লক থেকে বানারহাটকে বিচ্ছিন্ন করার পর ৭ টি গ্রাম পঞ্চায়েতের মোট ২১ জন সদস্যকে নিয়ে নতুন পঞ্চায়েত সমিতি গঠনের কাজ শুরু হলো। এই ২১ জন পঞ্চায়েত সদস্যদের মধ্যে ১৬ জন রয়েছেন তৃণমূলের, ৫ জন রয়েছেন বিজেপির। তাই এই পঞ্চায়েত সমিতি যে তৃণমূলের দখলেই থাকছে, তা বলাই বাহুল্য। তবে পঞ্চায়েত সমিতির সভাপতি কাকে করা হবে? তা নিয়ে নানা রকম জল্পনা চলছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছেন পঞ্চায়েত সমিতির সদস্য সীমা চৌধুরী। তবে, এ বিষয় নিয়ে তিনি জানিয়েছেন যে, এটি সম্পূর্ণ দলের সিদ্ধান্ত। যা নিয়ে তিনি তিনি কোনো বক্তব্য রাখতে চান না। দল যাকে যোগ্য মনে করবে, তাঁকেই এই পদে আনবে। কেউ দলের ঊর্ধ্বে নন।

অনেকে মনে করছেন, তৃণমূলের আদি ও দক্ষ নেত্রী হিসেবে যেমন সীমা চৌধুরীর আলাদা স্থান রয়েছে, তেমনি মহিলা তৃণমূলের রাজ্য সম্পাদক পদে রয়েছেন তিনি। প্রভাব, রাজনৈতিক কার্যকলাপ, বিচক্ষণতা সবকিছুর দিক থেকে এগিয়ে রয়েছেন তিনি। আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ রয়েছে তাঁর ওপরে। একারণেই এই তাঁকে পদে আনার বিরাট সম্ভাবনা রয়েছে। বানারহাটে নতুন পঞ্চায়েত সমিতি গঠনের নোটিশ ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!