এখন পড়ছেন
হোম > জাতীয় > Big Breaking, তৃণমূলে যোগ দিয়েই এবার বড়সড় পুরস্কার এই হেভিওয়েটের

Big Breaking, তৃণমূলে যোগ দিয়েই এবার বড়সড় পুরস্কার এই হেভিওয়েটের


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ২৯ সে সেপ্টেম্বর প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে সাক্ষাৎ এরপর তৃণমূলে যোগদান করেছিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দাপুটে কংগ্রেস নেতা লুইজিনো ফেলারিও। তার কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান গোয়াতে নিমেষের মধ্যে তৃণমূলকে প্রচুর আত্মবিশ্বাস যুগিয়েছে। এবার তাঁকে বড়োসড়ো পুরস্কার দিলেন মুখ্যমন্ত্রী। সম্পতি গোয়া সফরে যেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগেই আজ তাকে তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতির পদ দেয়া হলো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, লুইজিনো ফেলারিওকে জাতীয় সহ সভাপতি করা হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে চার দশকের রাজনীতিবিদ ও প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এই পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষরযুক্ত এই কাগজটি তৃণমূলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে আজ আপলোড করা হয়েছে।

এদিকে, সম্প্রতি ছোট রাজ্য গুলির দিকে হাত বাড়িয়েছে তৃণমূল। ত্রিপুরার পর তৃণমূল ইতিমধ্যেই গোয়াতে নির্বাচনী কার্যালয় পর্যন্ত করেছে। জানা যাচ্ছে গোয়ার একাধিক কংগ্রেস নেতা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। আর এই অবস্থায় গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনো ফেলারিওকে বড় পদ দিলেন মুখ্যমন্ত্রী। পদলাভের পর মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন লুইজিনো ফেলারিও।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!