এখন পড়ছেন
হোম > জাতীয় > ১০০ কোটির ভ্যাক্সিনেশন নিয়ে জাতির উদ্দেশ্যে বার্তার পরই প্রধানমন্ত্রীকে কটাক্ষ তৃণমূল সাংসদের

১০০ কোটির ভ্যাক্সিনেশন নিয়ে জাতির উদ্দেশ্যে বার্তার পরই প্রধানমন্ত্রীকে কটাক্ষ তৃণমূল সাংসদের


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ করোনার ভ্যাকসিনেশনের ১০০ কোটির মাইলফলক ছাড়িয়ে গিয়েছে দেশ। এই পরিস্থিতিতে আজ জাতির উদ্দেশ্যে বার্তা রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীকে তিনি অভিনন্দন জানিয়েছেন। এবার এ বিষয় প্রধানমন্ত্রীকে প্রবল কটাক্ষ করলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়।

আজ প্রধানমন্ত্রী জানিয়েছিলেন যে, ১০০ কোটি ভ্যাকসিনেশনের অসাধারণ সাফল্য হলো সমস্ত দেশবাসীর সাফল্য। এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় জানালেন যে, তিনি ব্যক্তিগতভাবে মনে করছেন, ১০০ কোটি মানুষকে দ্বিতীয় ডোজ দেয়া হয়নি। যেটা ৬ মাস আগেই হওয়া উচিত ছিল। তিনি আরও অভিযোগ করেছেন যে, যত তাড়াতাড়ি ভ্যাকসিন দেওয়া সম্ভব ছিল, তা করা হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সৌগত রায় আরও জানিয়েছেন যে, সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হয়নি। অনেকেই অর্থ খরচ করে প্রাইভেট হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নিয়েছেন। এছাড়াও তিনি জানিয়েছেন যে, এখনো পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে কোভ্যাকসিনকে অনুমোদন দেয়া হয়নি। প্রধানমন্ত্রীর বাহবা না দিয়ে এই বিষয়গুলিকে পরিষ্কার করে দেওয়ার প্রয়োজন ছিল।

আবার প্রধানমন্ত্রী জানিয়েছিলেন যে, দেশে যে ভ্যাকসিনেশন কর্মসূচি রয়েছে, তা সম্পূর্ণ বিজ্ঞাননির্ভর। কোন রাজ্য কতটা ভ্যাকসিন ভাবে, বৈজ্ঞানিকভাবে স্থির করা হয়েছে। এ বিষয়ে সৌগত রায় জানান, সম্পূর্ণ বিজ্ঞানসম্মত উপায়ে ভ্যাক্সিনেশন করা হয়নি। পশ্চিমবঙ্গে সময়মতো ভ্যাকসিন আসেনি। গত তিন মাসে পশ্চিমবঙ্গ ভ্যাকসিন পাচ্ছে। তবে এরপরও পশ্চিমবঙ্গের ভ্যাক্সিনেশন যথেষ্ট ভালো হয়েছে।

আবার প্রধানমন্ত্রী জানিয়েছিলেন যে, থালা বাজিয়ে, প্রদীপ জ্বালিয়ে যখন লড়াই শুরু হয়েছিল, তখন অনেকে প্রশ্ন করেছিলেন যে, এতে কি করোনা দূর হবে? কিন্তু এর ফলে একত্র লড়াইয়ের বার্তা প্রচার করা সম্ভব হয়েছে। প্রধান মন্ত্রীর এই বক্তব্যর পালটা জবাবে সৌগত রায় জানালেন যে, থালা বাজিয়ে প্রধানমন্ত্রী করোনা দূর করার যে কথা বলেছিলেন, তা একেবারেই হাস্যকর, বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করেই করোনার মোকাবেলা করা সম্ভব। তাড়াতাড়ি দেশের সমস্ত মানুষকে ভ্যাকসিন দিতে হবে বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

এভাবেই ১০০ কোটির ভ্যাক্সিনেশন নিয়ে যখন জাতির উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখন তার পাল্টা সমালোচনা করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!