এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Breaking News, কল্যান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ও হুঁশিয়ারির প্রত্যুত্ত্বর করলেন রাজ্যপাল

Breaking News, কল্যান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ও হুঁশিয়ারির প্রত্যুত্ত্বর করলেন রাজ্যপাল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ রাজ্যপালের বিরুদ্ধে তীব্র বিষেদাগার করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালকে তিনি প্রেসিডেন্সি জেলে ঢোকাবার হুশিয়ারি দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, রাজ্যপাল জেনে-বুঝে ইচ্ছাকৃতভাবে রাজ্যের ক্ষতি করে চলেছেন। অন্য কোন রাজ্যের রাজ্যপাল এমনটা করছেন না। তিনি জানালেন, সংবিধান অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে এখনই কোন ব্যবস্থা গ্রহণ করা যাবে না। কিন্তু দলের সকলকে অনুরোধ করছেন তিনি, সকলে যেন সমস্ত জায়গায় গিয়ে রাজ্যপালের বিরুদ্ধে এফআইআর করেন। যেদিন রাজ্যপালের মেয়াদ শেষ হবে। সেদিন এই সমস্ত এফআইআরের দ্বারা যাতে ব্যবস্থা গ্রহণ করা যায়, তা দেখা হবে। প্রেসিডেন্সি জেলে পোরা হবে রাজ্যপালকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যপালের বিরুদ্ধে এমন তীব্র বিষেদাগারের পর তার পাল্টা জবাব দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। এ প্রসঙ্গে একটি টুইট করে রাজ্যপাল জানালেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় হলেন তৃণমূলের একজন প্রবীণ নেতা। বাংলার একজন প্রবীণ সংসদ তিনি। একজন অভিজ্ঞ আইনজীবি হয়ে কল্যান বন্দ্যোপাধ্যায়ের মুখে একথা শুনে স্তম্বিত হয়েছেন রাজ্যপাল। রাজ্যপাল জানিয়েছেন, রাজ্যের সংস্কৃতিবান মানুষ তাঁর এই বক্তব্যের বিচার করবেন।

অন্যদিকে কল্যান বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য প্রসঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য জানিয়েছেন যে, সাংবিধানিক প্রধানকে এভাবে সরাসরি আক্রমণ করার অর্থই হলো সংবিধানের উপরে আক্রমণ করা। এ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে, সংবিধানের ওপর কোনো আস্থা নেই তৃণমূলের। পশ্চিমবঙ্গের সাংবিধানিক ব্যবস্থাকে সম্পূর্ণ ভেঙে দিতে চাইছে রাজ্যের শাসক দল তৃণমূল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!