এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সব জল্পনার অবসান শনিবারেই শুভেন্দুর যোগ বিজেপিতে, খবর এমনটাই

সব জল্পনার অবসান শনিবারেই শুভেন্দুর যোগ বিজেপিতে, খবর এমনটাই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  গত ২৭ সে নভেম্বর শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন। তাঁকে নিয়ে বাড়ছে নানা জল্পনা। নানা জল্পনা চলছে রাজ্য রাজনীতিতে । সম্প্রতি, তাঁর বিজেপি যোগের জল্পনা তীব্র হয়ে উঠেছে। বিজেপি নেতা মুকুল রায় জানিয়েছেন যে, আর দু’চারদিনের মধ্যেই শুভেন্দু অধিকারী আসতে চলেছেন বিজেপিতে। সূত্রের খবর, এবার তিনি সত্যিই বিজেপিতে যোগদান করতে চলেছেন। বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে যে, আগামী শনিবারই বিজেপিতে যোগদান করতে পারেন তৃণমূলের এক সময়কার দাপুটে নেতা শুভেন্দু অধিকারী। যদিও, এ বিষয়ে এখনও পরিষ্কার করে কিছুই জানাননি শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, আগামী শনিবার রাজ্যে সফর করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর সেদিন পূর্ব মেদিনীপুরে সভা করার সম্ভাবনা আছে। যে সভায় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে তৃণমূল ছেড়ে বিজেপিতে পাকাপাকিভাবে যোগদান করতে পারেন শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, সংবাদমাধ্যমের এখন সবচেয়ে আলোচিত ব্যক্তি অনেক শুভেন্দু অধিকারী। গত কয়েক মাস ধরে সংবাদমাধ্যমের একেবারে স্পটলাইটে আছেন তিনি। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে অভিমান করে দল থেকে দূরে রয়েছেন শুভেন্দু অধিকারী।

বারবার তিনি নিজের ইঙ্গিতপূর্ণ বক্তব্য রেখেছেন। করোনা সংক্রমণ শুরু হলে একাধিকবার তিনি নিজের উদ্যোগে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, সভা করেছেন। দলের নাম ও দলের প্রতিক ছাড়াই একাধিকবার সভা করেছেন তিনি। তাঁর অনুগামীরাও নানা স্থানে তাঁর নামে ব্যানার, পোস্টার দিয়েছেন। ‘দাদার অনুগামী’ লেখা ব্যানারে তিনি বহু সভা করেছেন। তৃণমূলের বেশকিছু নেতা তাঁর প্রতি তীর্যক মন্তব্য করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, শেষপর্যন্ত তাঁকে দলে ধরে রাখতে তৎপর হয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। তাঁর সঙ্গে বৈঠক করেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ভোট কুশলী পিকে। এই বৈঠকের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী। বৈঠকের পর তৃণমূল সাংসদ সৌগত রায় জানিয়েছিলেন যে, সমস্ত সমস্যার সমাধান হয়েছে। ক্ষোভ দূর হয়েছে শুভেন্দু অধিকারীর।

কিন্তু প্রকৃতপক্ষে তা হয়নি, দলের প্রতি ক্ষোভ যায় নি শুভেন্দু অধিকারীর। বৈঠক থেকে কোন রফাসূত্র বেরোয় নি। নিজের অবস্থান স্পষ্ট করতে কিছুটা সময় চেয়েছিলেন তিনি, এবার হয়তো সেই সময় এসে পড়েছে। জানা যাচ্ছে, সবকিছু যদি ঠিকঠাক থাকে, তবে আগামী শনিবারই বিজেপিতে যোগদান করতে চলেছেন তিনি। সেদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরেই চলবে এই মহা যোগদান পর্ব। সেইসঙ্গে বড় ধাক্কা খেতে পারে শাসকদল তৃণমূল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!