এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > নির্বাচন কমিশনের কার্যকলাপ, নিরপেক্ষতা নিয়ে বিস্ফোরক অভিযোগ জানিয়ে ওয়াকআউট বিরোধীদের

নির্বাচন কমিশনের কার্যকলাপ, নিরপেক্ষতা নিয়ে বিস্ফোরক অভিযোগ জানিয়ে ওয়াকআউট বিরোধীদের


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য নির্বাচন কমিশনের ডাকা সর্বদল বৈঠক শেষ হওয়ার আগেই ওয়াক আউট বিরোধীদের। বৈঠক থেকে বাইরে বেরিয়ে এসে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে, নির্বাচন কমিশনের কার্যকলাপ নিয়ে প্রবল প্রতিবাদ জানাল বিজেপি, সিপিএম, কংগ্রেস। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাজ্যের নির্বাচন কমিশন রাজ্য সরকারের নির্দেশমতো কাজ করছে। নির্বাচন কমিশনের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলেছে বাম, কংগ্রেস, বিজেপি।

বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, নির্বাচন কমিশন চেষ্টা করছে খসড়া ভোটার তালিকা দিয়ে ভোট করাতে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২২ সালের জানুয়ারিতে প্রকাশিত নতুন ভোটার তালিকা অনুযায়ী ভোট করানো হোক। কারণ সে ক্ষেত্রে নতুন ভোটাররা গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পাবেন। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতে পাঁচটি কর্পোরেশনের ভোটের কথা বলেছিল নির্বাচন কমিশন। কিন্তু সর্বদল বৈঠকে হাওড়াকে বাদ দিয়ে বাকি চার কর্পোরেশনের ভোটের কথা বলা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, সিপিএমের পক্ষ থেকে পুরভোট পিছিয়ে দেয়ার দাবি জানানো হয়েছে। সিপিএমের পক্ষ থেকে জানানো হয়েছে, যে সময়ে নির্বাচন কমিশন ভোট করানোর কথা বলেছে, সেটি হল উৎসবের মরসুম, সে সময় মানুষের হাতে সময় থাকে না। আবার বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, হাওড়া পুর সংশোধনী বিল নিয়ে ভুল বিবৃতি দেয়া হয়েছে। আদালতে দাঁড়িয়ে ভুল বিবৃতি দিয়েছে রাজ্য।

এজিকে ভুল স্বীকার করার দাবি জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে। বস্তুত, হাওড়ার ভোট নিয়ে কেন আদালতে স্পষ্ট করে জানায়নি নির্বাচন কমিশন? এ বিষয় নিয়ে সরব হতে দেখা গেছে সমস্ত বিরোধীদের। বিরোধীরা অভিযোগ করেছেন, রাজ্য নির্বাচন কমিশন তাদের কথার কোন গুরুত্বই দেয়নি। এ কারণে তারা বৈঠক শেষ হওয়ার আগেই ওয়াকআউট করলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!