এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপি-তেই যোগদান করবেন শুভেন্দু অধিকারী। বড়সড় দাবি মুকুল রায়ের

বিজেপি-তেই যোগদান করবেন শুভেন্দু অধিকারী। বড়সড় দাবি মুকুল রায়ের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দু’চারদিনের মধ্যেই বিজেপিতে যোগদান করবেন শুভেন্দু অধিকারী, এমনই বিস্ফোরক দাবি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের। এ বিষয়ে কোনো রকম হেঁয়ালি না করেই বিজেপি নেতা মুকুল রায় স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যে, শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপি নেতৃত্বের কথা হয়েছে। আগামী দু’চারদিনের মধ্যেই শুভেন্দু অধিকারী যোগদান করতে চলেছেন বিজেপিতে। বিজেপি নেতা মুকুল রায়ের এই দাবির পর শোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে।

প্রসঙ্গত, গত ২৭ সে নভেম্বর মন্ত্রিত্ব ত্যাগ করেছেন শুভেন্দু অধিকারী। যদিও এখনও তিনি বিধায়ক পদ ও দলের প্রাথমিক সদস্য পদ ছেড়ে দেননি। কিন্তু এবার তিনি তৃণমূলের বিধায়ক পদ ছেড়ে দেবেন বলে তার ঘনিষ্ঠ সূত্র থেকে খবর এসেছিল। এরপর তাঁর বিজেপি যোগের জল্পনা আরো বাড়তে থাকে। তবে তিনি বিজেপিতে যোগ দেবেন কিনা? এ বিষয়ে কিছুই জানান নি শুভেন্দু অধিকারী। তবে দলের সঙ্গে দূরত্ব ক্রমশ বাড়ছে তাঁর। শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পরও নিজের অবস্থানের প্রতি তাঁর অনড় থাকা, তাঁর বিজেপি যোগের জল্পনাকে তীব্র বাড়িয়ে দিয়েছে।

এদিকে শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছেড়ে দেবার পর তাঁকে বিজেপিতে স্বাগত জানিয়েছিলেন বিজেপি নেতা মুকুল রায় সহ দলের বহু শীর্ষ নেতারা। এবার কোনরকম হেঁয়ালি না করেই মুকুল রায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, বিজেপিতে যোগদান করতে চলেছেন শুভেন্দু অধিকারী। এদিকে আগামী ১৯ এ ডিসেম্বর রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেদিনই তিনি পূর্ব মেদিনীপুর সভা করতে পারেন। এমনটাই বিজেপি সূত্রে জানা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে তাঁর সভায় শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান পর্ব হতে চলেছে কিনা ? সেদিকে নজর সকলের। সম্প্রতি শুভেন্দু অধিকারীর নামে কার্যালয় খোলা ও তার গেরুয়া দেয়াল দেখে তাঁর বিজেপি যোগের জল্পনা আরো তীব্র হয়।

এদিকে আজ হলদিয়াতে এক অরাজনৈতিক সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী। এদিকে, আজ ১৫ ই ডিসেম্বর হলো শুভেন্দু অধিকারীর জন্মদিন। তাই, এই সভা থেকে তিনি তাঁর পরিকল্পনার বিষয়ে কোনো বড় ঘোষণা করেন কিনা? সেদিকে নজর রয়েছে সকলের। প্রসঙ্গত বিধানসভা নির্বাচনের পূর্বে তিনি যদি বিজেপিতে যোগদান করেন, তবে সেটা হবে বিজেপির মাস্টার স্ট্রোক, তীব্র বিপাকে পর্বে শাসকদল তৃণমূল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!