এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা আবহে ফের মহার্ঘ রান্নার গ্যাস, হাহাকার হেঁসেলে

করোনা আবহে ফের মহার্ঘ রান্নার গ্যাস, হাহাকার হেঁসেলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা আবহে জ্বালানির ব্যাপক মূল্যবৃদ্ধি সংকট বাড়িয়ে দিচ্ছে আমজনতার। পেট্রোল-ডিজেলের দাম হুহু করে বেড়েই চলেছে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম। পেট্রোলের দাম ১০০ এর গন্ডি অনেকদিন আগেই অতিক্রম করে গেছে, সেঞ্চুরির কাছাকাছি চলে এসেছে ডিজেলের দাম। আর এবার এক ধাক্কায় অনেকটা বেড়ে গেলো রান্নার গ্যাসের দাম। ১৪.২ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক ধাক্কায় বেড়ে গেল ২৫ টাকা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দু সপ্তাহ আগেই ১৪.২ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের মূল্য বৃদ্ধি হয়েছিল ২৫ টাকা। রান্নার গ্যাসের দাম আজ আবার বাড়ল ২৫ টাকা। ফলে ১৪.২ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম পৌঁছে গেলে ৯১১ টাকায়। চলতি বছরে রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে ২৪১ টাকা। রান্নার গ্যাসের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাণিজ্যিক সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে। যা বেড়েছে ৭৩.৫০ টাকা। তাই ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হয়ে দাঁড়ালো ১৭৭০.৫০ টাকা।

পেট্রোল-ডিজেলের ব্যাপক মূল্যবৃদ্ধির ফলে বিপাকে রয়েছেন আমজনতা। এই পরিস্থিতিতে রান্নার গ্যাসের ব্যাপক মূল্যবৃদ্ধি আমজনতার নাভিশ্বাসকে আরো বাড়িয়ে দিয়েছে। একাধিক অর্থনীতিবীদ পেট্রোপণ্যের মূল্য নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন। অনেকেই অভিযোগ করেছেন, আন্তর্জাতিক বাজারে সম্প্রতি পেট্রোপণ্যের দাম কমতে শুরু করলেও দেশের বাজারে পেট্রোপণ্যের দাম এখনও ঊর্ধ্বমুখী রয়েছে। যেমন অবস্থা চলছে তাতে রান্নার গ্যাসের দাম খুব শীঘ্রই হাজারের গণ্ডি ছাড়িয়ে যেতে পারে বলে, আশঙ্কা করছেন অনেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!