এখন পড়ছেন
হোম > জাতীয় > সুপ্রিম রায়ের পরেই অনুন্নত জাতি ও উপজাতিদের উন্নতিতে বিশেষ পদক্ষেপ কেন্দ্রের

সুপ্রিম রায়ের পরেই অনুন্নত জাতি ও উপজাতিদের উন্নতিতে বিশেষ পদক্ষেপ কেন্দ্রের

সরকারী চাকরীতে পদন্নোতির ক্ষেত্রে সুপ্রীম কোর্টের রায়এ’র অপেক্ষাতেই ছিলো কেন্দ্রীয় সরকার। এদিন সুপ্রীম কোর্ট তার সিদ্ধান্তের বিষয়ে সলিসিটর জেনারেলকে জানানোর পরেই তৎক্ষণাত কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় বিভিন্ন দফতর এবং রাজ্য প্রশাসনগুলিকে তলব করে। সুপ্রীম কোর্টের ভ্যাকেশন বেঞ্চ এদিন রায় দান করে  তফসিলি জাতি ও উপজাতিভুক্তদের পদোন্নতির ক্ষেত্রে আইন অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

উল্লেখ্য ১৯৯২ সালের নভেম্বর মাসে সুপ্রীম কোর্টের ন’জন বিচারপতির বেঞ্চ সরকার পক্ষ বনাম একাধিক ভারতীয় নাগরিকের মামলায় রায় দিয়েছিল। সেই রায়ে বলা হয় তফসিলভুক্তদের সরকারী পদোন্নতির ক্ষেত্রে সংরক্ষণের বন্দোবস্তটি যেন আইন মোতাবেক হয়। ঐ রায়দানের সময় এই ব্যবস্থা ৫ বছর জারী রাখার নির্দেশ দেওয়া হয়েছিলো। পরবর্তীতে ঐ ৫ বছর মেয়াদ সীমা পার হয়ে গেলে বিভিন্ন রাজ্যের হাইকোর্ট এবং এমনকী সুপ্রীম কোর্টেও সরকারী পদোন্নতির ক্ষেত্রে সংরক্ষণ মেনে চলার বিষয়ে একাধিক মামলা রুজু হয়। জানা যাচ্ছে সেই সময়ে সুপ্রীম কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ অবধি জানিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল। কিন্তু এত কিছুর পরেও শেষ অবধি সুপ্রীম কোর্টই এই প্রসঙ্গে অন্তিম রায় দিলো। যা এখন শুধু কার্যকর হওয়ার অপেক্ষা।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!