এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “মুখ্যমন্ত্রী পরিস্থিতি সামলাতে ব্যর্থ, হেরে গিয়েছেন।” বিস্ফোরক বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

“মুখ্যমন্ত্রী পরিস্থিতি সামলাতে ব্যর্থ, হেরে গিয়েছেন।” বিস্ফোরক বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ


একদিকে করোনা পরিস্থিতি, অন্যদিকে ভয়াবহ দুর্যোগ এবং পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরে আসা। এই তিন পরিস্থিতি সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে রাজ্য সরকার বলে মাঝেমধ্যেই সাংবাদিক বৈঠকে দাবি করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই তিনটি বিষয় সামাল দিতে মাঝেমধ্যেই সরকারের নানা ত্রুটি-বিচ্যুতি সামনে চলে আসায় তাকে ধরে রাজ্যকে কড়া ভাষায় আক্রমণ করছে বিরোধী রাজনৈতিক দলগুলো‌।

মূলত বিজেপির পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে সরকারকে লাগাতার আক্রমণ করা হচ্ছে। আর এবার রাজ্য সরকারকে এই বিষয়ে আক্রমণ করার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে “ব্যর্থ” বলে দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু হঠাৎ কেন এই দাবি করে বসলেন দিলীপবাবু?

জানা গেছে, কিছুদিন আগেই পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরে আসা নিয়ে অমিত শাহের সঙ্গে তাঁর কথা হয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি এটাও বলেন যে, তিনি অমিত শাহর কাছে নাকি অনুরোধ করেছিলেন যে, পারলে সরকার ভেঙে দিন। আপনারা দায়িত্ব নিন। কিন্তু পাল্টা অমিত শাহ তাকে জানিয়েছেন, নির্বাচিত সরকার ভাঙব কি করে! আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলার পরে অনেকেই আশ্চর্য হয়ে যায়। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোকালে পরাজয় স্বীকার করেননি, সেই মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি এবার পরিস্থিতি সামলাতে না পেরে কেন্দ্রের কাছে আত্মসমর্পণ করছেন?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর নানা মহলে যখন এই বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, তখন সেই কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ বলে মনে করছে রাজনৈতিক মহল। সূত্রের খবর, এদিন বিজেপির রাজ্য সভাপতি বলেন, “মুখ্যমন্ত্রী কেন্দ্রকে উপদেশ দিচ্ছে। নিজের দায়িত্ব এড়িয়ে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়ার রাজনীতি করছেন। উনি পরিস্থিতি সামলাতে ব্যর্থ। হেরে গিয়েছেন। তাই কখনও বলছেন মুন্ডু কেটে নিন। কখনও বলছেন অমিত শাহকে পরিস্থিতি সামলাতে হবে।”

এদিকে আগামী 2021 এ বিজেপি বাংলার ক্ষমতা দখল করবে বলেও দাবি করেন তিনি। দিলীপ ঘোষ বলেন, “বিজেপি বাংলা দখল করবেই। আর ক্ষমতায় এলে বাংলার আমূল পরিবর্তন করা হবে।” তবে শুধু দিলীপ ঘোষ নয়, এদিন ট্যুইটে বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে অযোগ্য বলে সরব হন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন, “আমপানপরিস্থিতি এবং করোনা মোকাবিলায় তৃণমূল সরকারের অযোগ্যতা সামনে এসে গেছে। মমতা সরকার আমপানকে গুরুত্ব দিলে রাজ্যে এত বেশি ক্ষতি হত না। মোদি সরকার বাংলার মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যৌথভাবে এই পরিস্থিতি পেরিয়ে আসব। বাংলার নবনির্মাণ করব।”

সব মিলিয়ে এবার করোনা থেকে শুরু করে ভয়াবহ দুর্যোগ, এই সমস্ত বিষয়ে দুর্বলতা সামনে আসায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে “অযোগ্য” বলে প্রমাণ করতে মরিয়া ভারতীয় জনতা পার্টির নেতারা। আর তারই অঙ্গ হিসেবে কৈলাস বিজয়বর্গীয় থেকে দিলীপ ঘোষ, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সরব হয়ে ঘাসফুল শিবিরকে কোণঠাসা করার চেষ্টা করছেন বলেই মত ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!