এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপির মুখ্যমন্ত্রী মুখ নিয়ে জবাব দিলেন সৌগত রায়, জেনে নিন, কি বললেন তিনি!

বিজেপির মুখ্যমন্ত্রী মুখ নিয়ে জবাব দিলেন সৌগত রায়, জেনে নিন, কি বললেন তিনি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপি যখন বাংলা দখলের জন্য ব্লুপ্রিন্ট সাজাতে শুরু করেছে তখন তৃণমূলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছিল বিজেপি বাংলার সংস্কৃতিকে না এক্ষেত্রে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে বাইরের রাজ্য থেকে নেতারা এসে বাংলা শাসন করবে স্বাভাবিকভাবেই বিজেপির মুখ্যমন্ত্রী কে হবে তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছিল। অবশেষে রাজ্যে এসে তৃণমূলের ব্যাপক ভাঙ্গন ধরিয়ে শাসকদলের সেই প্রশ্নের জবাব দিলেন বিজেপি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেখানে বাংলার মাটি বাংলার মুখ্যমন্ত্রী হবেন বলে জানিয়ে দিতে দেখা গেল তাকে স্বাভাবিকভাবেই এই ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে।

একাংশ মনে করছেন, সাম্প্রতিককালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন শুভেন্দু অধিকারী‌। একাধিক জনপ্রতিনিধি নিয়ে গেরুয়া শিবিরে তার যোগদান বিজেপিকে বাড়তি উৎসাহ দান করেছে। পাশাপাশি গত লোকসভা নির্বাচনে তৃনমূলের সেকেন্ড-ইন-কমান্ড মুকুল রায়ের মস্তিস্কপ্রসূত পরিকল্পনার জন্য পদ্ম শিবির অনেকটাই সাফল্য লাভ করেছে। সেদিক থেকে এই দুই রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে কাউকে বিজেপি মুখ্যমন্ত্রী মুখ করে এগোতে পারে বলে নানা মহলে গুঞ্জন তৈরি হয়েছে। যদিও বা বিজেপির একাংশের সেই আশাতে কার্যত জল ঢেলে দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

সূত্রের খবর, এদিন সৌগত রায় বলেন, “বিশ্বাসঘাতক শুভেন্দু বা মুকুল রায় কেউ বিজেপির মুখ্যমন্ত্রী হবে না। তাই এসব আশা করে লাভ নেই। বিজেপি এসব ক্ষেত্রে আরএসএসকে বেছে নেয়।” একাংশ বলছেন সৌগত রায় কথা বলে সদ্য তৃণমূল কংগ্রেস ত্যাগ করার শুভেন্দু অধিকারী কে বার্তা দিতে চাইলেন তিনি বুঝিয়ে দিতে চাইলেন যে একসময় মুকুল রায়ের পর এবার শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ত্যাগ করলেও তাদের লাভের লাভ কিছুই হবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এক্ষেত্রে সৌগতবাবুর মন্তব্যের মধ্যে দিয়ে একটা বিষয় তিনি স্পষ্ট ভাবে বুঝিয়ে দিতে চাইলেন যে, যারা দলবদল করছেন, তারা পদের লোভে অন্য দলে যাচ্ছেন। কিন্তু বিজেপি কোনোমতেই তাদের সেই আশা পূর্ণ করবে না বলে দাবি করলেন তৃণমূলের এই প্রবীণ সাংসদ। স্বাভাবিকভাবেই তার এই ধরনের মন্তব্য বর্তমান সময়ে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

অনেকে বলছেন, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ত্যাগ করার পর বিভিন্ন জেলাতে ভাঙ্গন ধরতে শুরু করেছে ঘাসফুল শিবিরের অন্দরমহলে। সেক্ষেত্রে বিজেপির ভেতরের দ্বন্দ্বকে বাড়িয়ে দিতে সৌগত রায় এই ধরনের মন্তব্য করার চেষ্টা করলেন বলে দাবি করছেন বিশ্লেষকরা। পর্যবেক্ষকদের অনেকে আবার এটাও দাবি করছেন, শুভেন্দু অধিকারী এবং মুকুল রায় এখন একসাথে বিজেপিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন।

এক্ষেত্রে তারা দুজনেই দল ভাঙ্গাতে অত্যন্ত পটু। সেক্ষেত্রে তারা যদি নিজেদের মস্তিষ্ককে কাজে লাগিয়ে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ভাঙ্গানোর দিকে নজর দেয়, তাহলে ঘাসফুল শিবিরের অস্বস্তি দিনকে দিন বাড়তে শুরু করবে। তাই নিজেদের অস্বস্তি ঢাকবার জন্য পদের লোভে তারা বিজেপিতে গিয়েছে বুঝিয়ে দিয়ে তারা তাদের কাউকেই বিজেপি মুখ্যমন্ত্রী করবে না বলে বার্তা দিতে চাইলেন সৌগত রায়।

স্বাভাবিকভাবেই সৌগতবাবুর এই ধরনের মন্তব্যের পর এখন রাজ্য রাজনীতিতে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে প্রবীণ তৃণমূল সাংসদ এই ধরনের মন্তব্য করে বিজেপির মধ্যেকার গুঞ্জনকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও গেরুয়া শিবিরের তরফে কোনো প্রতিক্রিয়া আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!