এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপিতে যোগ দেওয়ার সাথে সাথেই কাজ শুরু করে দিলেন শুভেন্দু, জেনে নিন!

বিজেপিতে যোগ দেওয়ার সাথে সাথেই কাজ শুরু করে দিলেন শুভেন্দু, জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারীর মত তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার পর বিজেপির মত শৃঙ্খলা পরায়ন দলে তিনি খুব তাড়াতাড়ি বড় দায়িত্ব পেয়ে যাবেন, এমনটা মানতে নারাজ ছিল সকলেই। এমনকি শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান পর্বের মঞ্চেই সেকথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন। তিনি জানিয়ে দিয়েছিলেন, দল তাকে যে দায়িত্ব দেবে, তিনি সেই কাজ করতে বিন্দুমাত্র দ্বিধা বোধ করবেন না।

তবে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে তার প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসের অস্বস্তি যে অনেকটাই বাড়িয়ে দেবেন, সেই ব্যাপারে নিশ্চিত ছিল রাজনৈতিক মহল। আর এবার বিজেপিতে যোগ দেওয়ার সাথে সাথেই নিজের কাজ শুরু করে দিলেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এবার বিভিন্ন জেলায় সফর করার উদ্যোগ নিলেন তিনি। জানা গেছে, আগামী 26 তারিখ থেকে এই কাজ শুরু করে দিতে চান রাজ্যের প্রাক্তন মন্ত্রী। তবে তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার কথা রয়েছে তার।

স্বাভাবিকভাবেই এবার বিজেপির হয়ে বিভিন্ন জেলা সফরে যদি শুভেন্দু অধিকারী বেরিয়ে পড়েন, তাহলে তৃণমূল কংগ্রেসের স্নায়ুচাপ অনেকটাই বাড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসে থাকার সময় যেখানে যখন দল বিপদে পড়েছে, সেখানে মুশকিল আসান হয়েছেন এই শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদার মত কংগ্রেসের শক্ত ঘাঁটিতে দলকে সাফল্যের মুখ দেখাতে সক্ষম হয়েছেন তিনি।

স্বাভাবিক ভাবেই শুভেন্দু অধিকারী যদি বিজেপিতে যোগ দেন, তাহলে তার পথ ধরে তৃণমূলের অনেক জনপ্রতিনিধি গেরুয়া শিবিরে নাম লেখাতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। এমনকি বাস্তবে সেটা হতেই দেখা গেছে। বিভিন্ন জেলায় তৃণমূলের বহু কর্মী-সমর্থক থেকে শুরু করে অনেক হেভিওয়েট জনপ্রতিনিধি নাম লিখিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে। তবে শুভেন্দু অধিকারী যতটা প্রভাব ফেলবে বলে মনে করা হয়েছিল, ততটা প্রভাব পড়েনি।

কিন্তু তার বক্তব্যে পরিষ্কার যে, তিনি তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করার জন্য এবার ময়দানে নামবেন। আর সেই মত করেই এবার জেলা সফরে বেরিয়ে তৃণমূলের ঘুম উড়িয়ে দিতে চাইছেন শুভেন্দু অধিকারী। অনেকে বলছেন, যেহেতু তৃণমূল কংগ্রেসে থাকার সময় তৃণমূলের প্রায় সকল স্তরের নেতাদের সঙ্গে তার সম্পর্ক ছিল, তাই এখন জেলা সফরে বেরিয়ে সেই সমস্ত পরিচিত ব্যক্তিদের বিজেপিতে আনার চেষ্টা করতে পারেন এই শুভেন্দুবাবু। যার ফলে শুভেন্দু অধিকারীর এই জেলা সম্পর্কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের একাংশের দাবি, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান মঞ্চেই স্পষ্ট করে দিয়েছিলেন, কোনো নেতার ওপর খবরদারি করা তার কাজ নয়। অর্থাৎ দলে তিনি নতুন এসে দলের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন। কিন্তু শুভেন্দু অধিকারীর মত হেভিওয়েট নেতাকে বিজেপি যে বসিয়ে রাখবে, এমনটা হতে পারে না। সেক্ষেত্রে তিনি জেলা সফরে বের হলে তার হাত ধরে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন ঘটাতে কৌশলী পদক্ষেপ নিতে পারে গেরুয়া শিবির। আর তাই বিজেপিতে যোগদানের পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে জেলা সফরে বেরিয়ে যেতে চাইছেন শুভেন্দু অধিকারী।

স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে এবার ব্যাপক জল্পনা চড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে। শুভেন্দু অধিকারী এতদিন তৃণমূল কংগ্রেসের হয়ে বিভিন্ন জেলায় মুশকিল আসান হয়েছিলেন। সেক্ষেত্রে ব্যাপক সাফল্য পেয়েছিল তৃনমূল কংগ্রেস এবং চাপে পড়ে ছিল বিরোধীরা। কিন্তু এই শুভেন্দু অধিকারী এবার তৃণমূলের বিপক্ষে ভারতীয় জনতা পার্টির হয়ে ব্যাটিং করায় শাসকদল কতটা চাপে পড়ে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!