এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফের ভাঙ্গন গেরুয়া শিবিরে, একসঙ্গে দুটি উইকেট পতনের আশঙ্কা

ফের ভাঙ্গন গেরুয়া শিবিরে, একসঙ্গে দুটি উইকেট পতনের আশঙ্কা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর থেকেই ক্রমাগত ভাঙ্গন শুরু হয়েছে বিজেপিতে। নির্বাচনের ফল প্রকাশের পরই সপুত্র তৃণমূলে প্রত্যাবর্তন করেন মুকুল রায়। এদিকে গতকাল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। গতকাল তিনি জানিয়েছিলেন যে,দলের আরও বেশকিছু বিজেপি বিধায়ক তৃণমূলে আসার জন্য পা বাড়িয়ে রয়েছেন। এরপর আজ আবার বিজেপিতে ভাঙ্গনের আশঙ্কার কথা শোনা যাচ্ছে। জানা যাচ্ছে, আজ বিজেপির দুজন বিধায়ক একসঙ্গে যোগদান করতে পারেন তৃণমূলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুকুল রায়ের নেতৃত্বে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বিধায়ক বিশ্বজিৎ দাস। সেসময় বনগাঁ উত্তরের বিধায়ক ছিলেন তিনি। এরপর বিজেপির পক্ষ থেকে তাঁকে প্রার্থী করা হয়েছিল। বাগদা বিধানসভা থেকে প্রার্থী হয়েছিলেন তিনি। নির্বাচনে জয়লাভ করে হয়েছেন বিজেপির বিধায়ক। তবে, দলের একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকতে দেখা যায় নি তাকে। আবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন তিনি। এসব কারণে তাঁকে নিয়ে চলছিল নানা জল্পনা। বিশেষ করে অধিবেশনের সময় মুখ্যমন্ত্রীর একেবারে পায়ে হাত দিয়ে প্রণাম করে জল্পনা আরো বাড়িয়ে দিয়েছিলেন বিশ্বজিৎ দাস। জানা যাচ্ছে, আজই তিনি বিজেপি ছেড়ে যোগদান করতে পারেন তৃণমূলে।

অন্যদিকে, আজ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে পারেন দক্ষিণ দিনাজপুরের জনৈক বিজেপি বিধায়ক। অর্থাৎ, আজ একসঙ্গে দুটি উইকেট পড়তে পারে বিজেপির। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর বিজেপির যেভাবে ভাঙ্গন দেখা দিতে শুরু করেছে, তাতে দলের সংগঠন নিয়ে আশঙ্কা বাড়তে শুরু করেছে দলের রাজ্য ও শীর্ষ নেতৃত্বের। ক্রমশ ভাঙ্গন বিপর্যস্ত করে দিচ্ছে দলকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!