এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নেতাজি, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ সকলেই তৃণমূল করতেন-দাপুটে নেতার আজব দাবিতে প্রমাদ গুনছে শাসকদল

নেতাজি, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ সকলেই তৃণমূল করতেন-দাপুটে নেতার আজব দাবিতে প্রমাদ গুনছে শাসকদল


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস রাজনীতি করতেন, আর তাঁরা সকলেই তৃণমূল করতেন। এমনই আজব বক্তব্য রাখলেন দাপুটে তৃণমূল নেতা তথা মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। ভোটের প্রচারে বেরিয়ে এমনই আজব তথ্য দিলেন তিনি। যাকে ঘিরে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। বাংলার মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইবার দাবি করলেন তিনি।

প্রসঙ্গত, কলকাতার পুরভোটে প্রার্থী হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ কাজরী বন্দোপাধ্যায়। কাজরী বন্দোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ভোটের প্রচার বেরিয়েছিলেন তাঁর স্বামী তথা মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। ভোটের প্রচারে বেরিয়ে যাকে পরিষ্কার বলতে শোনা গেছে, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সকলেই তৃণমূল করতেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জোর গলায় এরকম দাবি করেছেন কার্তিক বন্দ্যোপাধ্যায়। তাঁর এই বক্তব্যের ভিডিও সম্প্রতি টুইট করলেন আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। টুইট করে তিনি লিখেছেন, বাংলার মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার ভাই চিৎকার করে বলেছিলেন, নেতাজি একজন তৃনমূল সদস্য। তিনি প্রশ্ন করেছেন, নেতাজিকে তিনি কোন স্তরে নিয়ে গেছেন? আর এখন তিনি ট্যাবলো নিয়ে রাজনীতিতে ঝাঁপিয়ে পড়েছেন? তিনি প্রশ্ন করেছেন পরবর্তী প্রজন্মকে কি বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

অগ্নিমিত্রা পলের এই টুইট নিমেষের মধ্যে ঝড় তুলে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। এই ঘটনায় তৃণমূল নেতার সমালোচনা করেছেন বহু মানুষ। যদিও, তৃণমূলের পক্ষ থেকে বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোন রকম বক্তব্য রাখা হয়নি। বিজেপির অভিযোগ, স্বাধীনতা সংগ্রামী, বাংলার মনীষীদের অপমান করছে তৃণমূল।

প্রসঙ্গত, নেতাজি সুভাষচন্দ্র বসু রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। প্রথমে তিনি কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন, পরবর্তীকালে তিনি ফরওয়ার্ড ব্লক দল গঠন করেছিলেন। কিন্তু, সে সময় তৃণমূল দলটার কোন অস্তিত্বই ছিলনা। আর রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ রাজনীতি করতেন- সেটা কস্মিনকালেও কেউ শোনেননি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!