এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পিকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ানো বিধায়কের নতুন কীর্তি, তোলপাড় রাজ্য রাজনীতি, নিন্দার ঝড় সর্বত্র!

পিকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ানো বিধায়কের নতুন কীর্তি, তোলপাড় রাজ্য রাজনীতি, নিন্দার ঝড় সর্বত্র!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যম। কিন্তু এবার সেই সংবাদমাধ্যমের কর্মীকেই চড় মারার অভিযোগ উঠল ময়নাগুড়ি তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকারীর বিরুদ্ধে। যে ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। হঠাৎ করে কি কারনে তৃণমূল বিধায়ক এভাবে সাংবাদিককে চড় মারলেন! বস্তুত, ময়নাগুড়ি জল্পেশ মন্দির শিলিগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির একটি অনুষ্ঠান থেকে জেলা পরিষদের বিরুদ্ধে সরব হয়েছিলেন ময়নাগুড়ির তৃণমূল বিধায়ক। আর সেই খবর একটি প্রথম সারির দৈনিকের পক্ষ থেকে প্রচার করা নিয়ে আপত্তি করেন এই তৃণমূল বিধায়ক। যার ফলস্বরুপ একটি অনুষ্ঠানে গিয়ে এক সাংবাদিককে চড় মারার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

সূত্রের খবর, মঙ্গলবার ময়নাগুড়ি ফুটবল ময়দানে ওপেন জিমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন এলাকার তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকারী। আর সেখানেই এক সাংবাদিককে ডেকে ওই খবর করবার জন্য সপাটে চড় মারতে দেখা যায় তাকে। স্বাভাবিক ভাবেই এই গোটা ঘটনায় তৃণমূল বিধায়কের আচরণে যে শাসকদল ব্যাপক অশ্বস্থিতে পড়ল, তা বলার অপেক্ষা রাখে না। সামনে নির্বাচন। তার আগে এমনিতেই তৃণমূলের না জনপ্রতিনিধিদের বিরুদ্ধে সরব হতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। আর তার আগেই যেভাবে সংবাদমাধ্যমের কর্মীকে ডেকে চড় মারার অভিযোগ উঠল তৃণমূল বিধায়কের বিরুদ্ধে, তাতে ঘাসফুল শিবিরের বিরুদ্ধে নতুন অস্ত্র পেয়ে গেল বিরোধীরা বলেই দাবি বিশ্লেষকদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশের প্রশ্ন, সংবাদমাধ্যমের কর্মীরা স্বাধীনতা অনুযায়ী সংবাদ পরিবেশন করবেন। সেক্ষেত্রে তারা কোন সংবাদ পরিবেশন করছেন, সেজন্য আপত্তি করে কেন তাদের গায়ে হাত তুলবেন তৃণমূল বিধায়ক! কেন তিনি এভাবে সংবাদমাধ্যমের ওপর আক্রমণ করলেন? এদিন এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকারী অবশ্য তার বিরুদ্ধে ওঠা সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে লিখে চলেছেন এই সাংবাদিক। আমার বক্তব্যকে বিকৃত করে পরিবেশন করা হচ্ছে। যে ভাষায় লেখা হয়েছে, তা দেখলে যে কোনো মানুষের রাগ হবে। সেটাই সাংবাদিককে জানিয়েছিলাম। কিন্তু তাকে চড় মারিনি। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ আমার বিরুদ্ধে করা হচ্ছে।”

তবে তৃণমূল বিধায়কের পক্ষ থেকে একথা বলা হলেও, পরিস্থিতি যে ক্রমশ জটিল হতে শুরু করেছে, তা বলাই যায়। যেভাবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কর্মীর ওপর আক্রমণ করার অভিযোগ উঠেছে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে, তাতে শাসকদল যে যথেষ্ট বেকায়দায়, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!