এখন পড়ছেন
হোম > জাতীয় > দুর্গাপুরে অরূপ বিশ্বাসের মিছিলে রেকর্ড ভিড়, ফুৎকারে ওড়ালেন বিজেপির বাংলা জয়ের স্বপ্ন

দুর্গাপুরে অরূপ বিশ্বাসের মিছিলে রেকর্ড ভিড়, ফুৎকারে ওড়ালেন বিজেপির বাংলা জয়ের স্বপ্ন

লোকসভা ভোট যতই এগিয়ে আসছে ততই এরাজ্যের প্রতি নজর বাড়ছে কেন্দ্রীয় অমিত শাহ থেকে নরেন্দ্র মোদী একের পর এক বিজেপির হেভিওয়েট শীর্ষনেতারা বঙ্গসফরে এসে তৃনমূলকে উৎখাতের ডাক দিয়ে বাংলা জয়ের কথা ঘোষনা করেছেন। এবার সেই বিজেপিকে জবাব দিতে বুধবার 21 শে জুলাইয়ের সমর্থনে দুর্গাপুরে এসে পশ্চিম বর্ধমান জেলার তৃনমূল পর্যবেক্ষক তথা মন্ত্রী অরুপ বিশ্বাসের নেতৃত্বে করা এক মিছিল বিপুল জনসমাগমে পূর্ন হয়ে উঠল।  ভিড়িঙ্গি মোড় থেকে পাঁচমাথা মোড় পর্যন্ত এই মিছিলে মহিলাদের উপস্থিতি এবং কর্মী সমর্থকদের জমায়েত দেখে উচ্ছসিত তৃনমূলের জেলা নেতৃত্বও। মিছিলে হাটতে দেখা যায় দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্থি ও আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারীকে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিনের মিছিলের প্রায় তিন কিলোমিটার রাস্তা ছিল তৃনমূল কর্মী সমর্থকদের দখলে। এতজনসমাগম দেখে অভিভূত মন্ত্রী তথা জেলা তৃনমূলের পর্যবেক্ষক অরূপ বিশ্বাসও। জেলার বুকে এত দীর্ঘ মিছিল তাঁরা কেউই তাঁদের রাজনৈতিক জীবনে দেখেননি বলে জানান এলা আইনটিটিইউসি সভিপতি বিশ্বনাথ পাড়িয়াল, বর্ষীয়ান তৃনমূল নেতা তাপস বন্দ্যোপাধ্যায় এবং জেলা তৃনমূলের সভাপতি ভি শিবদাসন।

এদিন এ জনসমাগম দেখে বিজেপিকে কটাক্ষ করে অরুপ বিশ্বাস বলেন, ” এটা আর একটা ঐতিহাসিক মিছিল।বিজেপি কদিন আগে ঝাড়খন্ড, বিহার থেকে 10 হাজার লোক এনে সভা করেছে।” বিজেপির অনুষ্টানে মঞ্চ ভাঙা নিয়ে কটাক্ষ করে মন্ত্রী বলেন, ” যারা দশ হাজার লোক নিয়ে ঠিক মত সভা করতে পারে না তাঁরা না কি বাংলা দখল করবে।”  এদিন বিজেপির নরেন্দ্র মোদী কৃষক কল্যানে মেদিনীপুরের সভা নিয়ে কটাক্ষ করে তৃনমূলের অরুপ বিশ্বাস বলেন, “বাংলার কৃষকদের পাশে থেকে তাঁদের মন জয় করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর যেখানেই বিজেপি আছে সেখানেই কৃষক আত্মহত্যা করছে। নরেন্দ্র মোদী আগে গুজরাত, দিল্লী সামলাক, তারপর বাংলায় হাত দিতে আসবেন।”

তবে শুধু বিজেপি নয় বিগত বাম সরকারকে কটাক্ষ করে অরুপ বিশ্বাস বলেন, “রাম আর বাম এক হয়েছে। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রখেন। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে থাকতে হবে।” রাজনৈতিক মসলের মতে, রাজ্যে এসে বিজেপির হেভিওয়েট নেতারা তৃনমূল সরকারের প্রতি যতই বিষোদগার করুন না কেন! বুধবারের পূর্ব বর্ধমানের মিছিলে মানুষের উপস্থিতিই বলে দিচ্ছে যে তাঁরা এখনও ভরসা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!