এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার কথা ভুলে যান” কট্টর লড়াইয়ের বার্তা দিলীপের!

“বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার কথা ভুলে যান” কট্টর লড়াইয়ের বার্তা দিলীপের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজতেই শুরু হয়ে গিয়েছে মনোনয়নপত্র জমা করার প্রক্রিয়া। তবে সেই মনোনয়নপত্র জমা করার প্রক্রিয়ায় বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। আর এই পরিস্থিতিতে বিজেপি যে এবার ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই দেবে, সেই বিষয়টি স্পষ্ট করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। পাশাপাশি তার আরও দাবি, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার কথা ভুলে যেতে হবে রাজ্যের শাসক দলকে।

প্রসঙ্গত, এদিন রাজ্যের একাধিক জায়গায় অশান্তির ঘটনা নিয়ে প্রশ্ন করা হয় বিজেপি নেতা দিলীপ ঘোষকে। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলেন, “প্রতিরোধ হচ্ছে। সেই কারণে অশান্তি করতে এলে সংঘর্ষের সৃষ্টি হচ্ছে। তবে কেউ যদি ভেবে থাকে, 34 শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করবে, তাহলে সেটা ভুলে যান। ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই দেব আমরা। প্রত্যেকটা আসনে প্রার্থী দেবে ভারতীয় জনতা পার্টি।”

অনেকে বলছেন, এই বক্তব্যের মধ্যে দিয়ে দিলীপ ঘোষ স্পষ্ট করে দিতে চাইলেন, এবার তৃণমূলকে কোনোমতেই রেয়াত করা হবে না। যদি সংঘর্ষের সৃষ্টি করতে আসে রাজ্যের শাসক দল, তাহলে পাল্টা লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে বিরোধী শিবির। শুধু তাই নয়, কোনো জায়গাতেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করতেও পারবে না তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!