এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “যদি কোনো জায়গায় প্রার্থী দেওয়া না হয়, তাহলে বুঝে নেবেন..” কেন এমন বললেন সুকান্ত!

“যদি কোনো জায়গায় প্রার্থী দেওয়া না হয়, তাহলে বুঝে নেবেন..” কেন এমন বললেন সুকান্ত!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা হতেই শুরু হয়ে গিয়েছে মনোনয়নপত্র জমা করার প্রক্রিয়া। তবে শাসক দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বিজেপি সমস্ত আসনে প্রার্থী দিতে পারবে না। কিন্তু বিজেপি অবশ্য সেই সমস্ত বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। তাদের পাল্টা দাবি, সব আসনে লড়াই দেবে ভারতীয় জনতা পার্টি। তবে এই পরিস্থিতিতে এবার গোপন কৌশলের কথা প্রকাশ্যে আনলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। তার দাবি, যদি কোনো আসনে প্রার্থী দেওয়া না হয়, তাহলে বুঝে নেবেন ট্র্যাটেজির জন্য দেওয়া হয়নি। কিন্তু কি সেই স্ট্রাটেজি! সুকান্ত মজুমদারের বক্তব্যের পর এই প্রশ্নই উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে সুকান্ত মজুমদার একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “দেখুন আমরা সব আসনেই প্রার্থী দিয়ে লড়াই করব। কিন্তু কোনো আসনে যদি কোনো কারণে প্রার্থী দেওয়া না হয়, তাহলে বুঝে নেবেন যে, সেখানে স্ট্র্যাটেজির জন্য প্রার্থী দেওয়া হয়নি। কেউ যেন এমনটা না ভাবেন যে, প্রার্থী নেই জন্য প্রার্থী দিচ্ছি না!”

তবে বিজেপির রাজ্য সভাপতির এই বক্তব্যের পরেই তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে জল্পনা। অনেকে বলছেন, তাহলে কি নিচুতলায় অনেক জায়গায় প্রার্থী না দিয়ে জোট করে অন্য দলকে সুবিধা করে দিতে চাইছে ভারতীয় জনতা পার্টি! এক্ষেত্রে কি যে সমস্ত জায়গায় বিজেপির শক্তিশালী সংগঠন নেই, সেখানে প্রার্থী না দিয়ে তৃণমূলের বিরুদ্ধে যে দল শক্তিশালী, তাকে সাহায্য করবে গেরুয়া শিবির! তৃণমূলের ঘনিষ্ঠমলের কটাক্ষ, নীচুতলায় বাম, বিজেপি এবং কংগ্রেস এক হয়ে লড়াই করছে। সুকান্ত মজুমদারের বক্তব্য কোনো গোপন স্ট্রাটেজির পূর্বাভাস নয়, এটা আসলে তাদের সবসময় কার স্ট্র্যাটেজি। তারা তিন দল মিলে এক হয়ে লড়াই করে তৃণমূলকে আটকাতে চাইছে। কিন্তু এসব করে লাভের লাভ কিছুই হবে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!