এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > লক্ষীর ভান্ডার নিয়ে বড়সড় দুর্নীতির খোঁজ, তীব্র চাঞ্চল্য-তৎপর প্রশাসন

লক্ষীর ভান্ডার নিয়ে বড়সড় দুর্নীতির খোঁজ, তীব্র চাঞ্চল্য-তৎপর প্রশাসন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, লক্ষীর ভান্ডার প্রকল্পের কথা। পাশাপাশি তিনি জানিয়েছিলেন, লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন করতে গেলে দুয়ারে সরকারের মাধ্যমে আবেদন করতে হবে। এবং বিগত কয়েক দিন হল দুয়ারে সরকার আবার বসেছে রাজ্যজুড়ে। আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে দুয়ারে সরকার কর্মসূচি চলবে বলে জানা গিয়েছে। কিন্তু সম্প্রতি দুয়ারে সরকার কর্মসূচি থেকে বেশ কিছু অভিযোগ সামনে আসছে যা দুর্নীতির দিকে ইঙ্গিত করছে। আজ সে কথাই স্পষ্ট হলো বহরমপুরের সুতি এক নম্বর ব্লকে। সম্প্রতি বহরমপুরের বিডিওর কাছে খবর যায় লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা দিতে গিয়ে দালাল চক্রের ফাঁদে পড়ছেন গ্রামবাসীরা।

সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে ফর্ম জমা নেওয়া হচ্ছে। পাশাপাশি 7 দিনের মধ্যে অ্যাকাউন্টে 1000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি করা হয়েছে। তারপরেই তড়িঘড়ি বিডিও পুলিশকে নিয়ে পৌছে যান বহরমপুর সুতি 1 নম্বর ব্লকে। আর সেখানে গিয়েই পুলিশ হাতেনাতে ধরে ফেলে দুর্নীতি চক্রের পান্ডা আপেল শেখ নামক এক ব্যক্তিকে। গ্রামবাসীরা জানিয়েছেন, অভিযুক্ত আপেল শেখ তাঁদের কাছ থেকে আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করেছে। এমনকি অনেকের কাছ থেকে টাকাও নিয়েছে। যদিও অভিযুক্ত এইসব অভিযোগ মানতে চাইছে না। বরং অভিযুক্ত জানাচ্ছেন, তিনি কারোর কাছ থেকে কোন টাকা নেননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যের অনুরোধে লক্ষীর ভান্ডার ফর্ম ফিলাপ করতে তিনি অনেককে সাহায্য করছেন। সুতি 1 নম্বর ব্লকের বিডিও মহম্মদ রিয়াজুল হক জানিয়েছেন, সুতি ব্লকের 6 টি গ্রাম পঞ্চায়েতে মোট 76 টি দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে, যা রাজ্যের মধ্যে সর্বাধিক। পাশাপাশি জেলাশাসকের পক্ষ থেকেও বারবার প্রচার চালানো হচ্ছে, সাধারণ মানুষ যাতে কোন দালাল বা পঞ্চায়েত সদস্যের কাছে ফর্ম জমা না দেন। একমাত্র দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করলে সেখান থেকে রিসিপ্ট নাম্বার দেওয়া হবে। কার্যত যে দালাল ধরা পড়েছে তাকে আপাতত ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

কিন্তু আগামী দিনে যদি আবার সুনীতি কাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কেউ ধরা পড়ে, তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সুতির বিডিও। খুব স্বাভাবিকভাবেই বিগত কয়েক দিন যাবত দুয়ারের সরকার ক্যাম্প নিয়ে একাধিক অভিযোগ সামনে আসছে। কোন জায়গায় করোনা বিধি নিষেধ উড়িয়ে দিয়ে মারাত্মক ঠেলাঠেলি ভিড়ের কথা শোনা যাচ্ছে, আবার কোথাও শোনা যাচ্ছে দুর্নীতির কথা। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই আবেদন করেছেন লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম দুয়ারে সরকার ক্যাম্পেই ফিলাপ করে জমা দেওয়ার জন্য। সেক্ষেত্রে সাধারণ মানুষকেও দুর্নীতি প্রতিরোধ করতে সচেতন হতে হবে বলেই মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!