এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপির পাশাপাশি তাপস পালের মৃত্যুর জন্য তৃনমূলকেই দায়ী করলেন সুজন, জোর শোরগোল!

বিজেপির পাশাপাশি তাপস পালের মৃত্যুর জন্য তৃনমূলকেই দায়ী করলেন সুজন, জোর শোরগোল!

একসময় বাংলা চলচ্চিত্র জগৎ কাঁপিয়ে তোলা তাপস পাল আজ আর আমাদের মধ্যে নেই। জীবিত থাকার সময় নানা বিষয় নিয়ে তাঁকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে বিতর্ক। তবে রাজনীতির নাগপাশ যে মৃত্যুর সময়েও তাকে বিতর্কের দিকে নিয়ে যাবে, তা উপলব্ধি করতে পারেননি কেউই। কিন্তু এদিন প্রাক্তন তৃণমূল সাংসদ তথা বিশিষ্ট অভিনেতা তাপস পালের মৃত্যুর সাথে সাথেই তা নিয়ে রাজনৈতিক মহলের তরফে আসতে শুরু করেছে প্রতিক্রিয়া। বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে, তাপস পালের মৃত্যু হয়েছে তৃণমূলের নোংরা রাজনীতির কারণেই।

অন্যদিকে তৃণমূলের তরফে অভিযোগ করা হচ্ছে, দীর্ঘদিন জেলে থাকার কারণেই, কেন্দ্রের নীতিহীনতার জন্যই তাপস পালের এই অবস্থা হল। তবে তৃণমূল এবং বিজেপি যখন তাপস পালের মৃত্যু নিয়ে একে অপরের বিরুদ্ধে সরব হচ্ছেন, ঠিক তখন এই ব্যাপারে তৃণমূলকে অস্বস্তিতে ফেলে দিলেন বিধানসভার বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। জানা গেছে, এদিন রবীন্দ্রসদনে গিয়ে তাপস পালের মৃত্যু নিয়ে বিজেপিকে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আর তার প্রত্যুত্তরে তৃণমূল নেত্রীকে কটাক্ষ করে সুজন চক্রবর্তী বলেন, “ওনার কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না। বাংলার মানুষের কাছে তাপস পাল অতি পরিচিত নাম। উনি জনপ্রিয় শিল্পী ছিলেন। তাঁর অভিনয় দক্ষতা ও জনপ্রিয়তাকে ব্যবহার করেছে তৃণমূল। কিন্তু তৃণমূলের সঙ্গে জনপ্রিয় তাপস পালকে বিভ্রান্তির শিকার করেছে। অসৎ সঙ্গে সর্বনাশ কথাটা ওনার ক্ষেত্রে খাটে। কার ক্ষতি হল! তাপসেরই হল।” শুধু তাই নয়, তাপস পালের জীবনের শেষের দিকে তৃণমূল কংগ্রেস তার পাশে ছিল না বলেও বিস্ফোরক দাবি করেন এই সিপিএম নেতা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বলেন, “ভুবনেশ্বরে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস পাল পাশাপাশি ছিলেন। সুদীপের সঙ্গে তৃণমূল যে ব্যবহার করত, তেমন ব্যবহার তাপস পাল পেতেন না। অসৎ সঙ্গে সর্বনাশ, জীবন দিয়ে প্রমাণ দিয়ে গেলেন তাপস পাল। কাজের বেলায় কাজী, আর কাজ ফুরালেই পাজি। এটা দেখিয়ে দিল রাজ্যের কুশীলবরা। যতক্ষণ দরকার ছিল, ওনার খোঁজ রেখেছেন। তারপর আর রাখেননি।” তবে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তাপস পালের মৃত্যু নিয়ে কেন্দ্রের এজেন্সির বাড়বাড়ন্তের অভিযোগ তুললেও, তাকে পরোক্ষে সমর্থন জানান সুজন চক্রবর্তী।

তিনি বলেন, “তদন্তকারী সংস্থাগুলোকে যেমন খুশি চালাচ্ছে কেন্দ্র। এনিয়ে কোনো সন্দেহ নেই।” কিন্তু এদিন তাপস পালের মৃত্যুতে গান স্যালুট ব্যবহার করা নিয়েও প্রশ্ন তুলে সিপিএমের এই হেভিওয়েট নেতা। তিনি বলেন, “আমাদের সংস্কৃতিতে কেউ মারা গেলে কটু কথা বলতে নেই। গান স্যালুটের গাম্ভীর্যকে নষ্ট করা হচ্ছে। যথেচ্ছ গান স্যালুট ব্যবহার করা উচিত নয়।” সব মিলিয়ে তৃণমূল এবং বিজেপি যখন তাপস পালের মৃত্যু নিয়ে একে অপরের দিকে দোষারোপ করছে, ঠিক তখনই এই ব্যাপারে মুখ খুলে দু’পক্ষকেই নরমে-গরমে তিরস্কার করলেন সিপিএমের সুজন চক্রবর্তী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!