এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রধানমন্ত্রীকে চিঠি প্রসঙ্গে বুদ্ধিজীবীদের তীব্র আক্রমণ বাংলার বিজেপি সাংসদের, জেনে নিন

প্রধানমন্ত্রীকে চিঠি প্রসঙ্গে বুদ্ধিজীবীদের তীব্র আক্রমণ বাংলার বিজেপি সাংসদের, জেনে নিন


লোকসভা নির্বাচনের পর থেকেই ভগবান রামকে নিয়ে বাংলায় গেরুয়া শিবিরের ধ্বনী এবং তাকে কেন্দ্র করে শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ প্রায় প্রত্যেকেই প্রত্যক্ষ করেছে। তবে বাংলার পাশাপাশি সারাদেশে ধর্মীয় মেরুকরণ, গণপিটুনিতে মৃত্যু সহ একাধিক অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে দেখা গেছে বিরোধী দলগুলোকে।

সংসদের ঘরে বাইরেও এনিয়ে সোচ্চার হয়েছে বিরোধী দলের সাংসদরা। আর এবার অবশেষে অসহিষ্ণুতা ইস্যুতে প্রায় দেশের 49 জন বুদ্ধিজীবীর প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন। যেখানে সারা দেশের নামকরা বুদ্ধিজীবীরা যেমন রয়েছেন, ঠিক তেমনই বাংলা থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, কৌশিক সেন, গৌতম ঘোষ অনুপম রায় সহ অনেকেই রয়েছেন।

যেখানে চিঠিতে তারা লিখেছেন, “জয় শ্রীরাম ধ্বনি তুলে সংখ্যালঘুদের পেটানো বন্ধ হোক। ছেলে ধরার নামে গরু চোর প্রমাণিত করে আক্রমন করা বন্ধ হোক। যারা নিরীহ, অর্থনৈতিকভাবে দুর্বল, তাদেরকে আক্রমন করা হচ্ছে। দেশদ্রোহী তকমা দেওয়া হচ্ছে। এই বাতাবরণ আমাদের দেশের সংস্কৃতি এবং সংবিধানের বিরোধী।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে সারা দেশের বুদ্ধিজীবীদের তরফে প্রধানমন্ত্রীকে এই চিঠি দেওয়া হলে তা নিয়ে এবার পাল্টা সেই বুদ্ধিজীবীদের বিরুদ্ধেই তোপ দেগে বসলেন বাংলার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে তিনি পাল্টা প্রশ্ন করেন, “জয় শ্রীরাম বলার জন্য যারা গণধোলাইয়ের শিকার, তাদের জন্য কেন বুদ্ধিজীবীরা মুখ খুলছেন না!”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, লোকসভা নির্বাচনের পর থেকে বাংলায় জয় শ্রীরাম আওয়াজ তুললেও তাতে অনেকে আক্রমণের শিকার হচ্ছেন বলে বিজেপির তরফে অভিযোগ তোলা হচ্ছিল‌। আর এদিন এই রামের ধ্বনি নিয়ে ভারতে অসহিষ্ণুতা সৃষ্টি হচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বুদ্ধিজীবীদের একাংশ চিঠি দিলে পাল্টা যারা জয় শ্রীরাম ধ্বনি তুলছে, তারা আক্রমনের শিকার হলেও কেন বুদ্ধিজীবীরা তাদের কথা বলছেন না, তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়।

তবে শুধু হুগলির বিজেপি সাংসদই নয়, এদিন বুদ্ধিজীবীদের তরফে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া প্রসঙ্গে তাদের কটাক্ষ করেছেন বিজেপি নেতা সায়ন্তন বসুও। এদিন লকেট চট্টোপাধ্যায়ের সুরেই তিনি বলেন, “জয় শ্রীরাম বলার জন্য এই রাজ্যে অনেক মানুষ মারা গিয়েছে। চিঠিতে তার উল্লেখ নেই কেন!”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সারাদেশ সহ বাংলার বুদ্ধিজীবীরা অসহিষ্ণুতা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি লিখলেও যারা রাম নাম করতে গিয়ে আক্রমণের শিকার হচ্ছে, তাদের কথা কেন বুদ্ধিজীবীরা তাদের চিঠিতে উল্লেখ করলেন না! তা বলে পাল্টা সেই বুদ্ধিজীবীদের বিরুদ্ধে সরব হয়ে তাদের চাপে ফেলে দিলেন বিজেপির এই দুই হেভিওয়েট নেতা নেত্রী বলে মত বিশ্লেষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!