এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ‘এক যুবরাজের ‘টাইম আপ’ ‘ যিনি বাংলার’ এবার নাম না করে অভিষেক কে কি তোপ দাগলেন বাবুল, জল্পনা তুঙ্গে !

‘এক যুবরাজের ‘টাইম আপ’ ‘ যিনি বাংলার’ এবার নাম না করে অভিষেক কে কি তোপ দাগলেন বাবুল, জল্পনা তুঙ্গে !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিহার বিধানসভা নির্বাচনে টানটান উত্তেজনা ছিল আজ সারাদিন। তেজস্বী যাদব বনাম বিজেপির ভোটের লড়াই ছিল মুখ্য। বুথ ফেরত প্রতিটি সমীক্ষাতে তেজস্বী যাদবকে তুলে ধরে বারংবার। কিন্তু আসল ফলাফল বেরোনোর দিন সম্পূর্ণ অন্য ছবি উঠে এলো বিহারে। বিহার বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে তেজস্বী যাদবকে ‘জঙ্গলরাজের যুবরাজ’ বলেই কটাক্ষ করেছেন বিজেপি নেতা তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আর এবার বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে আসতেই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যের অন্যতম বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। নাম না করেই এদিন তিনি একের পর এক খোঁচা দিয়েছেন তৃণমূলকে। পাশাপাশি নাম না করেই রাজ্য তৃণমূলের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্য হয়ে উঠেছেন বাবুলের সে ব্যাপারে কোন সন্দেহ নেই। বিহার ভোটের ফলাফল নিয়ে উচ্ছ্বসিত বাবুল সুপ্রিয় টুইটারে নাম না করেই তৃণমূলের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন এদিন।

অন্যদিকে বাবুল তেজস্বী যাদব এবং রাহুল গান্ধীকেও তীব্র কটাক্ষ করেন। দু’জনকেই যুবরাজ আখ্যা দিয়ে মানুষই তাঁদের প্রত্যাখ্যান করেছেন সে কথা তিনি বলেন। প্রসঙ্গত, তেজস্বী যাদব এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা চলছে আর তাই নিয়েই বাবুল সুপ্রিয় এদিন কটাক্ষ করেন। কিন্তু এরপরই নাম না করে বাবুল সুপ্রিয় 2021 এ আরও এক যুবরাজের সময় ঘনিয়ে আসছে বলে মন্তব্য করেছেন। রাজনৈতিক মহলে তীব্র জল্পনা- এই কটাক্ষ মূলত রাজ্যের অন্যতম যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই উদ্দেশ্য করে করা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আপাতত বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফল বাংলায় ফুটিয়ে তোলাই অন্যতম উদ্দেশ্য গেরুয়া শিবিরের। প্রসঙ্গত, বিহারের বিধানসভা নির্বাচনী সভায় বিরোধী দলের দুই নেতা রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবকে নরেন্দ্র মোদিও যুবরাজ বলে কটাক্ষ করেন। এ প্রসঙ্গে তিনি দাবি করেছিলেন- বিহারে দুই যুবরাজের সরকারের থেকে এনডিএ সরকারকেই বেছে নেবে মানুষ। প্রধানমন্ত্রীর সেই দাবি সত্য প্রমাণিত হয়েছে। আর সেই সুরেই এদিন বাবুল সুপ্রিয় প্রায় একই কথা বলেন।

এদিকে বাংলায় আসছে 2021 এর বিধানসভা নির্বাচন। টানটান উত্তেজনা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে বাংলার রাজনীতিতে। রাজনৈতিক বিশেষজ্ঞরা প্রথম থেকেই বিহার বিধানসভা নির্বাচনের কতটা প্রভাব বাংলায় পড়বে তা নিয়ে সমালোচনা শুরু করেছেন। তবে বিহারে বিজেপির জয় বাংলার গেরুয়া শিবিরকে যে যথেষ্ট চার্জ আপ করছে তা স্পষ্ট। আর সে কথা আরো প্রকাশ পাচ্ছে গেরুয়া শিবিরের নেতাদের এবার একের পর এক আক্রমণ শানানোয়। আপাতত বাবুলের কথাতেই তা স্পষ্ট।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!