এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “দিদিকে বলো”র পাল্টা নিয়ে এলো বিজেপি, জেনে নিন কি!

“দিদিকে বলো”র পাল্টা নিয়ে এলো বিজেপি, জেনে নিন কি!

লোকসভা নির্বাচনে 42 স্লোগান দিয়ে 22 এ আসার পরই তৃণমূল নেত্রী উপলব্ধি করেছিলেন যে, তার দল জনসংযোগ থেকে বিচ্যুত হচ্ছে। যার ফলে দলের সমস্ত নেতা, বিধায়ক, মন্ত্রী, সাংসদদের তড়িঘড়ি জনসংযোগে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। সম্প্রতি নজরুল মঞ্চে এই ব্যাপারে দলের পদাধিকারীদের সঙ্গে বৈঠক করে “দিদিকে বলো” নামে একটি কর্মসূচির সূচনা করেছেন তৃণমূলের সর্বাধিনায়িকা। যেখানে সমস্ত মানুষ তাদের সমস্ত অভাব, অভিযোগ সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানাতে পারবেন বলে জানানো হয়েছিল।

শুধু তাই নয়, একটি হেল্পলাইন নম্বর এবং একটি ওয়েবসাইট নম্বর দেওয়া হয়েছে সাধারণ মানুষের অভাব অভিযোগ জানানোর জন্য। জনসংযোগ উপলক্ষে দলের নেতা, মন্ত্রী পদাধিকারীদের সাধারণ মানুষের কাছে যাওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। আর এই উপলক্ষে গতকাল প্রায় একই সময়ে তৃণমূলের সকল মন্ত্রী, বিধায়করা এই দিদিকে বলো কর্মসূচি টি-শার্ট হাতে নিয়ে আবার কেউ বা তা পড়ে জনসংযোগে বেরোনোর কথা ঘোষণা করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পার্থ চট্টোপাধ্যায় থেকে শোভনদেব চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক থেকে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা থেকে অরূপ বিশ্বাস, তাপস রায়রা একই সময় সাংবাদিক বৈঠক করে জনসংযোগ কর্মসূচির কথা জানিয়ে দিয়েছেন। আর তৃণমূলের এই জনসংযোগ কর্মসূচিতে অনেকটাই প্রভাব পড়তে পারে বলে রাজনৈতিক মহলের একাংশ যখন দাবি করছে, ঠিক তখনই পাল্টা এই ব্যাপারে “দিদিকে ছাড়ো, মোদীকে বলো” কর্মসূচিতে নামতে চলেছে বিজেপি।

যেখানে রাজ্যের বর্তমান নানা অবনতির কথা তুলে ধরে আর রাজ্যের তৃণমূল সরকার নয়, এখন ভরসার কেন্দ্রবিন্দু বিজেপির কেন্দ্রীয় সরকার হওয়া উচিত বলে দাবি করতে শুরু করেছেন গেরুয়া শিবিরের নেতারা। সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে রাজ্যে এসে মধ্যপ্রদেশের বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, “বাংলায় বিজেপির উত্থানে দিদি ঘাবড়ে গিয়েছেন। যে বাংলা একদিন সবাইকে পথ দেখাত, এখন সেই বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কিশোরের কাছ থেকে ফর্মুলা ধার নিচ্ছেন। আদতে বিজেপির বিস্তারক কর্মসূচিকে নকল করা হচ্ছে। বাংলার মানুষ দিদিকে ছেড়ে তাদের কথা মোদিকে বলুক।”

সব মিলিয়ে “দিদিকে বলো” কর্মসূচি করে জনসংযোগে নেমে সাধারণ মানুষের মন কাড়ার জন্য তৃণমূল নেতৃত্ব উদগ্রীব হলেও পাল্টা এই ব্যাপারে সরব হয়ে “দিদিকে ছাড়ো, মোদীকে বলো” কর্মসূচিতে যেতে চলেছে গেরুয়া শিবির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!