এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপিতে যোগদান পাকা? মমতা-অভিষেককে নিয়ে নয়া সিদ্ধান্ত অর্জুনের!

বিজেপিতে যোগদান পাকা? মমতা-অভিষেককে নিয়ে নয়া সিদ্ধান্ত অর্জুনের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- শেষ পর্যন্ত কি আবার বিজেপিতে যোগদান করতে চলেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ? একসময় তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়ে ব্যারাকপুরের সাংসদ হয়েছিলেন তিনি। তার পরবর্তীতে আবার তৃণমূলে ফিরে এসেছিলেন। তাকে নাকি কথা দেওয়া হয়েছিল যে, এবারেও তৃণমূলের তরফে তাকে টিকিট দেওয়া হবে। কিন্তু শেষ পর্যন্ত তাকে সেই টিকিট না দিয়ে পার্থ ভৌমিককে টিকিট দেওয়ার পরেই অভিমানী অর্জুন সিংহ দলের বিরুদ্ধে একের পর এক বক্তব্য রাখতে শুরু করেছিলেন। আর তারপরেই আজ সেই অর্জুন সিংহের অফিসে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করা হলো এবং যে ছবি চোখে পড়লো, তার পর স্পষ্ট হয়ে যাচ্ছে যে, অর্জুন সিংহ হয়ত আর বেশি দিন তৃণমূল কংগ্রেসে নেই। কিন্তু কি এমন ছবি সামনে এলো! যার পরিপ্রেক্ষিতে এমন কথা বলা হচ্ছে!

প্রসঙ্গত, আজ অর্জুন সিংহের অফিসে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ছবি ছিল, তা সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি তৃণমূলের লোগো থাকা সমস্ত ছবিও সরিয়ে দেন কর্মীরা। আর তারপরেই প্রশ্ন উঠছে যে, তৃণমূলের সঙ্গে কি এবার একেবারেই সমস্ত সংসর্গ ত্যাগ করতে চলেছেন অর্জুনবাবু? একাংশ বলছেন, অর্জুন সিংহ ভারতীয় জনতা পার্টি থেকে তৃণমূলের গিয়েছিলেন ঠিকই। কিন্তু সেভাবে তিনি বিজেপিকে কখনও আক্রমণ করেননি। এমনকি বিজেপির বিরুদ্ধে কোনো খারাপ কোথাও বলেননি। আসলে তাকে জোর করে চাপ দিয়েই যে তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছিল, এটা স্পষ্ট। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে তাকে সাংসদ করানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও, টিকিট দেওয়ার কথা বলা হলেও, শেষ পর্যন্ত তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। আর তারপর থেকেই অর্জুন সিংহের একের পর এক অভিমানী বক্তব্য সামনে আসছিল। কিন্তু আজ যা ঘটে গেল, তার ফলে একটা জিনিস স্পষ্ট যে, আর হয়ত তৃণমূলের সঙ্গে থাকবেন না ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ।

পর্যবেক্ষকদের মতে, যে প্রবণতা দেখা যাচ্ছে, তাতে খুব তাড়াতাড়ি অর্জুন সিংহ বড় কোনো পদক্ষেপ নিতে পারেন। টিকিট না দেওয়া হলেও তাকে তৃণমূলের পক্ষ থেকে অন্য কোনো পদ দেওয়ার হয়ত অফার দেওয়া হয়েছে। কিন্তু সেই সবকিছুতে আর যাই হোক গলে যাবেন না অর্জুন সিংহ। আর তৃণমূলও খুব ভালো মতো জানে যে, অর্জুন সিংহ যদি তৃণমূল ছেড়ে দেয়, তাহলে এই ব্যারাকপুরে কোনোভাবেই জিততে পারবেন না তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক। আর সব থেকে বড় কথা, অর্জুন সিংহ যে এই ব্যারাকপুরে মানুষের নেতা এবং তিনি যে একটা ফ্যাক্টর, সেটা গত ২০১৯ এর লোকসভা নির্বাচনেই প্রমাণিত হয়ে গিয়েছে। তাই এই পরিস্থিতিতে তৃণমূল তাদের কথা না রাখার কারণেই অর্জুন সিংহ যে বিজেপিতে খুব তাড়াতাড়ি যোগদান করতে পারেন, সেই সম্ভাবনা ক্রমশ প্রকট হয়ে উঠছে। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি তার অফিস থেকে সরিয়ে দেওয়া হলো, তাতে বোঝাই যাচ্ছে যে, তৃণমূলের ওপর অর্জুনবাবু কতটা বিরক্ত। তাই তার মনে যে রাগ জন্ম নিয়েছে, যে অভিমান তৈরি হয়েছে, তা আগামী দিনে বারুদের মত বিস্ফোরণ হয়ে তৃণমূলকে চরম অস্বস্তিতে ফেলে দিতে পারে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!