এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আজ ফের বিজেপিতে মেগা যোগদান! ব্যারাকপুরে পদ্মের প্রার্থী অর্জুন? তুঙ্গে জল্পনা!

আজ ফের বিজেপিতে মেগা যোগদান! ব্যারাকপুরে পদ্মের প্রার্থী অর্জুন? তুঙ্গে জল্পনা!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-তিনি যে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল গিয়ে ভুল করেছেন, এটা অবশেষে স্বীকার করে নিলেন অর্জুন সিংহ। বুঝিয়ে দিলেন, আবার তিনি দলবদল করার মত মুহূর্তে চলে এসেছেন। যেভাবে তাকে প্রতিশ্রুতি দিয়েও তৃণমূল টিকিট দেয়নি, তাতে তিনি যথেষ্ট ব্যথিত। আর তার পরিপ্রেক্ষিতেই এবার তৃণমূলের প্রার্থীকে জব্দ করতে এবং এই রাজ্যের শাসক দলকে পরাজয়ের মুখ দেখাতে একটা বড় সিদ্ধান্ত নিতে পারেন অর্জুন সিংহ। ফিরে যেতে পারেন যে দলের পক্ষ থেকে তিনি 2019 সালে টিকিট পেয়ে সাংসদ হয়েছিলেন, সেই দল ভারতীয় জনতা পার্টিতে। কিন্তু যদি এই মুহূর্তের সাক্ষী থাকতে চায় বাংলা, তাহলে তাদের কখন টেলিভিশনের পর্দায় নজর রাখতে হবে! কখন দেখা যাবে যে, অর্জুন সিংহ আবার ফুলবদল করছেন! এখনও পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, তাতে খুব তাড়াতাড়ি এই বড় মুহূর্ত ঘটতে পারে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে। তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ইতিমধ্যেই ছিন্ন করার পথে পা বাড়িয়েছেন অর্জুন সিংহ। আর তারপরেই আজ তিনি ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। শুধু বিজেপিতে যুক্ত হওয়াই নয়, তাকে নিয়ে বিজেপি একটা বড় সিদ্ধান্ত গ্রহণ করার মতো জায়গাতে রয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে। কিন্তু কি সেই সিদ্ধান্ত?

সূত্রের খবর, বিজেপি নেতৃত্বের সঙ্গে অর্জুন সিংহের ইতিমধ্যেই কথা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। আজকেই তিনি ভারতীয় জনতা পার্টির পতাকা নিজের হাতে তুলে নিতে পারেন। আর তারপর ব্যারাকপুরের বিজেপি প্রার্থী হিসেবে গেরুয়া শিবিরের পক্ষ থেকে নাম ঘোষণা হতে পারে সেই অর্জুন সিংহের। অর্থাৎ আরও একবার রাজ্য রাজনীতির অতীত রিপিট টেলিকাস্ট হতে চলেছে অর্জুন সিংহের ক্ষেত্রে। এর আগেও 2019 সালে তিনি লোকসভার প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু তৃণমূল তাকে প্রার্থী না করার জন্যেই তিনি বিজেপিতে যুক্ত হয়ে টিকিট নিয়ে ব্যারাকপুরের সাংসদ হয়েছিলেন‌। কিন্তু তার কিছুদিন পরেই তিনি তৃণমূলের সঙ্গে যুক্ত হয়েছেন। তবে তৃণমূল এবার আবার তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ অর্জুন সিংহের। যার পরিপ্রেক্ষিতেই তিনি আবার ভুল হয়েছিল, সেটা স্বীকার করে নিয়ে বিজেপিতে গিয়ে তৃণমূলের প্রার্থীকে ব্যারাকপুরে পরাজয়ের স্বাদ দেওয়ানোর জন্য একটা বড় সিদ্ধান্ত নিতে পারেন বলেই মনে করছেন একাংশ।

পর্যবেক্ষকদের মতে, বিজেপির পক্ষ থেকেও কিন্তু অর্জুন সিংহকে দলে নেওয়া নিয়ে খুব একটা আপত্তি নেই। হ্যাঁ, তিনি একসময় বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তৃনমুলে গিয়েছিলেন ঠিকই। কিন্তু তৃণমূলে যোগদান করার পর বিজেপির বিরুদ্ধে সেইরকম আক্রমণাত্মক কিছু বলতে শোনা যায়নি অর্জুন সিংহকে। তাই তিনি যদি বিজেপির সঙ্গে যুক্ত হতে চান, তাহলে বিজেপি নেতৃত্ব তাকে নিয়ে ইতিবাচক সায় দিতে পারেন বলেই খবর পাওয়া যাচ্ছে। তবে সবটাই জল্পনার পর্যায়ে রয়েছে। এখনও পর্যন্ত এটা নিশ্চিত যে, অর্জুন সিংহ আর তৃণমূলে থাকবেন না। তবে তিনি কবে বিজেপিতে যাবেন, আর যদিও বা তিনি বিজেপিতে যান, তাহলে টিকিট পাবেন কিনা! এই সমস্ত কিছু চর্চার মধ্যে রয়েছে। তবে একটা বড় সম্ভাবনা রয়েছে আজকেই অর্জুন সিংহের দল বদল করা নিয়ে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!