এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > সমবায় ব্যাংকের অডিট নিয়ে বড়সড় সিদ্ধান্ত মমতা ব্যানার্জ্জীর, শুরু গুঞ্জন

সমবায় ব্যাংকের অডিট নিয়ে বড়সড় সিদ্ধান্ত মমতা ব্যানার্জ্জীর, শুরু গুঞ্জন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট রাজ্য সমবায় ব্যাংক গুলি অডিট করার কথা আজ থেকে নয়, নির্বাচন পরবর্তী সময়কাল থেকেই বলে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত সমবায় ব্যাংকের চেয়ারম্যান ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বিজেপিতে যোগদান করার পর থেকেই রাজ্য সরকার সমবায় ব্যাংকের অডিট করার পদক্ষেপ নিচ্ছে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। বুধবার নবান্নে প্রশাসনিক বৈঠকে অডিট নিয়ে বড়োসড়ো সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। আর সেই অনুযায়ী তিনি সাংবাদিক বৈঠকে জানিয়েছেন নিজের সিদ্ধান্ত।

কার্যত প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, সমবায় দপ্তরের অডিটের ক্ষেত্রে নোটবন্দীকালীন সময়ে যে বিপুল লেনদেন হয়েছে যেসব অ্যাকাউন্টে, সেগুলির দিকে বিশেষ নজর দেওয়া হবে। বর্তমানে রাজ্যে সমবায় ব্যাংকের সংখ্যা 42 টি। এখনো অন্তত 25 থেকে 30 টি সমবায় ব্যাংক কাজ করছে। সেই ব্যাঙ্কগুলিতে অডিটের কাজ করাবে সমবায় দপ্তর। অন্যদিকে অডিটে কোন ত্রুটি ধরা পড়লে রাজ্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ হবে। 2016 সালে নোট বন্দির ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেসময় ব্যাংক লেনদেনের ওপরে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু সমবায় দপ্তর সূত্রে জানা গেছে, রাজ্যের প্রভাবশালী কয়েকজন ব্যক্তি নিজেদের প্রভাব খাটিয়ে সমবায় ব্যাংকের মাধ্যমে প্রচুর পরিমাণ টাকা লেনদেন করেছেন। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় থাকা বিভিন্ন সমবায় ব্যাংকের বিরুদ্ধে এই লেনদেনের অভিযোগ উঠেছে বলে জানিয়েছেন সমবায় আন্দোলনের এক নেতা। সূত্রের খবর, যেহেতু মৌখিক অভিযোগ তাই প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছেনা। সেক্ষেত্রে অডিটের হাত ধরে যদি কোন বড়োসড়ো সূত্র বা তথ্য সামনে আসে তাহলে বঙ্গ রাজনীতিতে যে বড়োসড়ো বিস্ফোরণ ঘটবে তা বলাইবাহুল্য।

অন্যদিকে সমবায় দপ্তর আধিকারিক সূত্রে জানা যাচ্ছে, দপ্তর চাইলেই ব্যাংক বা ব্যাংকের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনা যতক্ষণ না অডিটে ব্যাংকের লেনদেন সংক্রান্ত কোনো গরমিল ধরা পড়বে। তাই এবার রাজ্য সরকারের ঘোষিত অডিটের হাত ধরে সমবায় ব্যাংকের লেনদেনের কোনো ঘোটালা সামনে আসে কিনা সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। পাশাপাশি অডিটের হাত ধরে কোনো রাঘববোয়াল সামনে আসে কিনা সেদিকেও রয়েছে নজর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!