এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > করোনাতে অভিভাবক হারা শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীদের কাছে বড় আর্জি রাহুলের

করোনাতে অভিভাবক হারা শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীদের কাছে বড় আর্জি রাহুলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মর্মান্তিক পরিস্থিতি তৈরি করেছে গোটা দেশে। কখনও গঙ্গায় ভেসে আসছে মৃতদেহ, আবার কখনও বা ছোট্ট শৈশব করোনা ভাইরাসে আক্রান্ত বাবা-মাকে হারিয়ে চিৎকার করে কাঁদছে। জন্মের পরে বাবা মায়ের হাত ধরে বহুদূর যাওয়ার স্বপ্ন ছিল তাদের। কিন্তু করোনা কেড়ে নিয়েছে সেই শৈশবের ভবিষ্যৎ।

যার জেরে বাবা-মা করণা ভাইরাসে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করার কারণে দেশের অনেক শৈশব আজ ভবিষ্যতহীন। আর এই পরিস্থিতিতে করোনার জন্য অভিভাবক হারানো শিশুদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। যেখানে সেই সমস্ত অভিভাবক হারানো শিশুদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার আবেদন জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু জন্মগ্রহণ করেছিলেন 14 নভেম্বর। যে দিনটিকে শিশু দিবস হিসেবে পালন করে গোটা দেশ। আর এর অন্যতম প্রধান কারণ, দেশের প্রয়াত প্রাক্তন প্রথম প্রধানমন্ত্রী নিজের জীবদ্দশায় প্রচন্ড পরিমানে শিশুদের ভালোবাসতেন। তাই তার জন্মদিনটিকে শিশু দিবস হিসেবে পালন করা হয় বলে মনে করেন সকলে।

আর সেই জহরলাল নেহেরুর উত্তরাধিকারী তথা বর্তমানে কংগ্রেসের অন্যতম ধারক এবং বাহক হিসেবে পরিচিত রাহুল গান্ধী করোনা ভাইরাসে প্রাণ হারানো অভিভাবকদের শিশুদের জন্য আবেদন করলেন কেন্দ্রের কাছে। যাকে সাধুবাদ জানাচ্ছেন দেশের মানুষ। বস্তুত, ইতিমধ্যেই সোনিয়া গান্ধীর পক্ষ থেকে বিদ্যালয়ের মধ্যে দিয়ে যাতে শিশুদের বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করা হয়, তার জন্য কেন্দ্রকে একটি চিঠি লেখা হয়েছে। আর সেই চিঠির ছবি তুলে ধরেই এবার কেন্দ্রের কাছে আরও একটি আবেদন করলেন তার পুত্র রাহুল গান্ধী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন একটি টুইট করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। যেখানে তিনি লেখেন, “করোনায় সবথেকে বেশি ক্ষতি হয়েছে শিশুদের এই মারন ভাইরাসের প্রভাবে অনেকেই তাদের মা-বাবা সহ আপনজনকে হারিয়েছে। তাই তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারকে চিঠি দেওয়া হচ্ছে।” বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রথম ঢেউয়ের থেকে তা আরও বিপজ্জনক বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা।

আর এই পরিস্থিতিতে বহু পিতা-মাতার প্রান চলে যাওয়ায় তাদের শিশুরা কার্যত একা হয়ে গিয়েছে। কী হবে তাদের ভবিষ্যৎ, কোথায় যাবেন তারা! তা নিয়ে যখন নানা মহলে গুঞ্জন তৈরি হয়েছে, ঠিক তখনই কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীর এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রাহুল গান্ধী কেন্দ্রকে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়ে সেই শিশুদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার ওপর জোর দিলেন।

যা বর্তমান সময়ে পরিজন এবং অভিভাবক হারানো সেই শিশুদের পাশে দাঁড়ানোর অন্যতম নজির হয়ে থাকল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে রাহুল গান্ধী এবং কংগ্রেস নেতৃত্বের এই পরামর্শের পরিপ্রেক্ষিতে অভিভাবকহীন শিশুদের জন্য কেন্দ্র কি পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!