এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > পুরসভা নির্বাচনে জিততে তৃণমূল সরকারকে ভগবানের পর্যায়ে নিয়ে গেলেন রাজ্যের মন্ত্রী

পুরসভা নির্বাচনে জিততে তৃণমূল সরকারকে ভগবানের পর্যায়ে নিয়ে গেলেন রাজ্যের মন্ত্রী

রাজ্যে এমনিতেই বেজে উঠেছে পুরভোটের দামামা। আর মাত্র কিছুদিনের ব্যবধান, তারপরেই শুরু হতে চলেছে রাজ্যজুড়ে পৌরসভা নির্বাচন। আপাতত বিধানসভা নির্বাচনকে ফাইনাল ধরে পৌরসভা নির্বাচন অর্থাৎ সেমিফাইনাল ম্যাচের প্রস্তুতিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে শাসক ও বিরোধী দলগুলি। তবে এই মুহূর্তে রাজ্যের শাসক দল তৃণমূল নির্বাচনী রণকৌশল তৈরি করতে রাজনৈতিক ময়দানে নেমে পড়েছে। লোকসভা নির্বাচনের পর এই মুহূর্তে শাসক দলের কাছে অতি গুরুত্বপূর্ণ হলো আগামী পুরসভা নির্বাচন। আর সেই লক্ষ্যেই এবার হাবড়ার পৌর এলাকায় বার্ধক্য, বিধবা ভাতা প্রদান অনুষ্ঠান কর্মসূচী হলো।

আর এই অনুষ্ঠানে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তৃণমূল সরকারকে একেবারে ভগবানের পর্যায়ে নিয়ে গেলেন। তিনি এদিন বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সরকারের ভান্ডার এবং মা লক্ষ্মীর খাদ্যভান্ডারের বিশেষ কোনো তুলনা নেই। জ্যোতিপ্রিয় মল্লিকের এই কথার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে তুমুল সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সম্প্রতি উত্তর 24 পরগনা হাবড়া এলাকার বৃদ্ধ-বৃদ্ধাদের বার্ধক্য ও বিধবা ভাতা প্রদান অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানের উদ্বোধনে এসে রাজ্যের খাদ্যমন্ত্রী এ ধরনের মন্তব্য করেছেন বলে জানা গেছে।

এদিন শাসক দলের পরিকল্পিত এই অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘সামনেই পুরসভা ভোট। তাই রাজ্য সরকারের প্রকল্পগুলো থেকে মানুষের যা প্রাপ্য তা সরকার সব মিটিয়ে দিয়েছে। আমরা সরকারের দেওয়া পরিষেবাগুলো হাবড়া বাসীর বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার আসলে মা লক্ষ্মীর ভান্ডারের মতন । হাবরাবাসীর আর কিছু রাজ্য সরকারের কাছ থেকে এখন পাওয়ার নেই । সব দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার । হাবড়ার ৪০ হাজার বাড়ির মধ্যে ৩৩ হাজার বাড়ির নাগরিকরা রাজ্য সরকারের কাছ থেকে কোন না কোন প্রকল্পে উপকৃত হয়েছে । সামনেই পুরসভা ভোট তাই তার আগে আমরা দ্রুত যত বেশি রাজ্য সরকারের পরিষেবা মানুষকে দেওয়া যায় সব দ্রুত পাইয়ে দেওয়ার চেষ্টা করছি।’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, এদিন উত্তর 24 পরগনা হাবড়ার দেশবন্ধু পার্ক এলাকার বৃদ্ধ-বৃদ্ধা এবং বিধবারা উপস্থিত হন এই অনুষ্ঠানে। এলাকার প্রায় 2305 জন বৃদ্ধ-বৃদ্ধার হাতে বার্ধক্য ভাতা চেক তুলে দেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এলাকার উপভোক্তারা জানিয়েছেন, এই ভাতা প্রদানের ফলে এলাকার বৃদ্ধ-বৃদ্ধারা অনেকটাই উপকৃত হলেন। তাঁদের দাবি, একটা বয়সের পর বৃদ্ধ-বৃদ্ধারা অসুস্থ হয়ে পড়েন। নানান অসুস্থতার মধ্যে দিন কাটে তাঁদের। সামান্য ওষুধ কেনার কিংবা খাদ্য যোগাড় করার টাকাটাও থাকে না তাঁদের কাছে। সেক্ষেত্রে সরকারের কাছ থেকে মাসের শেষে যদি বার্ধক্য ভাতা হিসেবে 750 টাকা পাওয়া যায়, তাহলে তাঁদের অনেকটাই উপকার হবে।

অন্যদিকে, এলাকার উপভোক্তারা আরও দাবি করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের তহবিল থেকে এহেন প্রকল্প চালু করায় এলাকার বৃদ্ধ-বৃদ্ধাদের পাশাপাশি বিধবা মহিলারাও দারুণ খুশি এবং উপকৃত। এদিন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভবিষ্যতেও তৃণমূল সরকার যেকোনো সময় সাধারণ মানুষের পাশে দাঁড়াবে। হাবড়ার এই অনুষ্ঠানের শেষে খাদ্যমন্ত্রী অনুষ্ঠানের উপভোক্তাদের হাতে নানান জিনিস তুলে দেন। এই অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পাশাপাশি উপস্থিত ছিলেন হাবড়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান নিলিমেশসহ প্রাক্তন কাউন্সিলরবৃন্দ।

তবে এদিন এই অনুষ্ঠানের শেষে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দল। অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, সামান্য 750 টাকা দিয়ে এই বাজারে কিছুই হয়না। এক একটা ওষুধের দাম অনেক বেশি। সুতরাং সামান্য টাকা দিয়ে যদি পুরসভা দখল করার স্বপ্ন দেখে শাসকদল, তাহলে তাঁরা ভুল করবে। এই মুহূর্তে পুরসভার নির্বাচন নিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক শিবিরে সাজো সাজো রব। নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে রাজ্যের রাজনৈতিক দলগুলি। সূত্রের খবর, সামনের পৌরসভা নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনের রাজনৈতিক প্রতিচ্ছবি বেশ কিছুটা স্পষ্ট হয়ে উঠবে। সে কারণেই প্রতিটি রাজনৈতিক দল চূড়ান্ত ব্যস্ত হয়ে উঠেছে। আপাতত সম্পূর্ণ পরিস্থিতির ওপর নজর রাখছে রাজ্যের ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!