এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দিদির দেখানো পথে আর টিম পিকের মন্ত্রে এবার “সন্ন্যাসে” যেতে চলেছেন ঘাসফুলের প্রবীণ বাহিনী?

দিদির দেখানো পথে আর টিম পিকের মন্ত্রে এবার “সন্ন্যাসে” যেতে চলেছেন ঘাসফুলের প্রবীণ বাহিনী?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –2021 এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বৃহস্পতিবার সাংগঠনিক বৈঠক হয়েছে তৃণমূলের। যে বৈঠক থেকে ব্যাপক রদবদল করা হয়েছে শাসকদলের। বেশিরভাগ ক্ষেত্রেই তরুণদের নিয়ে এসে দলের দায়িত্ব দেওয়া হয়েছে। কোচবিহার থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর, উত্তরবঙ্গের সংগঠনকে ঢেলে সাজিয়ে নবীনদের দায়িত্ব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার তরুণ ব্রিগেডকে চাঙ্গা করার চেষ্টা করেছেন।

আর এবার বৃহস্পতিবার দলের সাংগঠনিক রদবদলের পর শুক্রবার দার্জিলিং জেলার সমস্ত সমতলের কমিটি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করলেন দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার। যেখানে শুধুমাত্র ব্লক সভাপতিদের রেখে বাকি সমস্ত কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি।

জানা গেছে, শুক্রবার রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেবের বাড়িতে গিয়ে তার সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করেন দার্জিলিং জেলা তৃণমূলের সভাপতি রঞ্জন সরকার। মূলত কাকে কাকে দায়িত্ব দেওয়া হবে এবং কিভাবে ভবিষ্যতে দল পরিচালনা করা হবে, তা নিয়েই এই দুই নেতার মধ্যে বিস্তর আলোচনা হয়েছে বলে খবর। প্রসঙ্গত উল্লেখ্য, বিগত বেশ কিছু বছর ধরে তৃণমূলের নিচুতলার অনেক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করেছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রশান্ত কিশোর তৃণমূলের দায়িত্ব নেওয়ার পর তার টিমের মধ্যে দিয়ে সেই গোপন রিপোর্টে শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছে গেছে। আর সেই রিপোর্টের ভিত্তিতেই অদলবদল প্রক্রিয়া শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস চাইছে, আগামী পৌরসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে চাঙ্গা করতে। সেদিক থেকে প্রবীণ নেতাদের কিছুটা সরিয়ে দিয়ে নতুন মুখ এনে দার্জিলিং জেলা তৃণমূল নেতৃত্বের এই অভিনব পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু দুই নেতার মধ্যে কি কি আলোচনা হল?

এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূলের সভাপতি রঞ্জন সরকার বলেন, “গৌতমবাবু আমাদের নেতা। নতুন করে দায়িত্ব পাওয়ার পর কথা বলেছি। জেলার সাংগঠনিক স্তরে বেশকিছু রদবদল করা হবে। তাই ব্লক সভাপতিদের রেখে সমস্ত ধরনের কমিটি ভেঙে দেওয়া হল। দ্রুত কমিটিগুলো পরপর তৈরি হবে।” অন্যদিকে এই ব্যাপারে রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, “রঞ্জন বাড়িতে এসেছিলেন। সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।”

বিশেষজ্ঞরা বলছেন, বিগত লোকসভা নির্বাচনে বহু চেষ্টা করেও উত্তরবঙ্গে ঘাসফুল ফোটানো সম্ভব হয়নি তৃণমূলের পক্ষে। তাই আগামী বিধানসভা নির্বাচনে যাতে তার পুনরাবৃত্তি না হয়, তার জন্য এখন তরুণ মুখকে বেশি পরিমাণে প্রাধান্য দিয়ে দার্জিলিং জেলায় সংগঠনকে শক্তিশালী করতে চাইছে তৃণমূল নেতৃত্ব। যার কারণে প্রবীনদের বাদ দিতে সমস্ত ব্লক কমিটি ভেঙে দেওয়া হল। এখন নতুন কমিটিতে কতটা তরুণ মুখ আসে এবং সংগঠনকে কিভাবে চাঙ্গা করা সম্ভব হয়, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!