এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের এত দুর্দশা? মালদায় মমতার প্রার্থী দেখে প্রবল হতাশ শুভেন্দু!

তৃণমূলের এত দুর্দশা? মালদায় মমতার প্রার্থী দেখে প্রবল হতাশ শুভেন্দু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-তৃণমূলের সত্যিই কি প্রার্থীর অভাব পড়েছিল! যে দলটা ক্ষমতায় রয়েছে, তারা কি এবার জেনে বুঝে প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে! নাকি শুধুমাত্র লড়াই করতে হয়, তাই নাম কে ওয়াস্থে লড়াই করার জন্যই তাদের এই সমস্ত প্রার্থী? মালদার দুই লোকসভা কেন্দ্রে তৃণমূলের যে সমস্ত প্রার্থীরা লড়াই করছেন, তারা যে এবার পরাজিত হবেন, সেটাতে নিশ্চিত রাজ্যের বিরোধী দলনেতা। তবে সেই প্রার্থী নিয়ে তিনি মালদার সভা থেকে কড়া ভাষায় আক্রমণ করলেন এই রাজ্যের শাসক দলকে।

প্রসঙ্গত, এদিন মালদহের দুই কেন্দ্রে নির্বাচনী সভায় উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, “তৃণমূলের এত দুর্দশা জানতাম না‌। এখানে যে সমস্ত মানুষকে প্রার্থী করেছে, এদের এত খারাপ অবস্থা, সত্যিই জানা ছিল না।” বিজেপির দাবি, একসময় শুভেন্দু অধিকারীও এই দলে ছিলেন। কাজেই তিনি তিলে তিলে এই দলের সংগঠন গড়ে তুলেছিলেন। কিন্তু এখন যে সমস্ত ব্যক্তিদের মালদহে প্রার্থী করেছে তৃণমূল, তাতে বোঝাই যাচ্ছে যে, তারা এই দুই আসনে লড়াইয়ের ধারে কাছেও যেতে পারবে না। আসলে সবটা বুঝেই মমতা বন্দ্যোপাধ্যায় এবার হাল ছেড়ে দিয়েছেন। তিনি বুঝতে পারছেন যে, এবার তার পক্ষে রাজ্যের কোনো আসনেই জয়লাভ করা সহজ নয়। সেই কারণেই এই ধরনের ব্যক্তিদের প্রার্থী করে নিজেদের কবর নিজেরাই খুঁড়ছেন বলেই দাবি গেরুয়া শিবিরের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!