এখন পড়ছেন
হোম > অন্যান্য > ব্ল্যাক ফাঙ্গাস থেকে মুক্তি দিতে পথ দেখাচ্ছে বাংলা, খুলতে চলেছে গবেষণার পথ!

ব্ল্যাক ফাঙ্গাস থেকে মুক্তি দিতে পথ দেখাচ্ছে বাংলা, খুলতে চলেছে গবেষণার পথ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সময় গোদের ওপর বিষফোঁড়া হিসেবে অনেকের মধ্যেই ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ দেখা দিয়েছিল। প্রাণ হারিয়েছিলেন কিছু মানুষ। ইতিমধ্যেই সেই দ্বিতীয় ঢেউকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে তার মাঝেই আবার করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। তাই করোনা ভাইরাসের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়া এবং তাকে রোধ করার শক্তি জানা থাকলেও, তার মধ্যে যদি আবার ব্ল্যাক ফাঙ্গাসের দাপট তৈরি হয়, তাহলে তাকে সামাল দেওয়া অনেকটাই চাপের কারণ হয়ে দাঁড়াবে। তাই এখন থেকেই সেই ব্ল্যাক ফাঙ্গাসের কারণ খুঁজতে তৎপরতা অবলম্বন করছে কলকাতা এসএসকেএম হাসপাতাল।

সূত্রের খবর, ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতালে মেডিসিন বিভাগের প্রধান সৌমিত্র ঘোষের নেতৃত্বে এই ব্যাপারে একটি গবেষণার রাস্তা খোলা হয়েছে। অর্থাৎ তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে সেই ব্ল্যাক ফাঙ্গাসের গতিবিধি সম্পর্কে জেনে নিতে চাইছেন গবেষকরা। কিভাবে এর উৎপত্তি এবং কিভাবে তাকে দমন করা যাবে, সেই বিষয়টিতে নিশ্চিত হতে চাইছেন তারা। আর তারপরেই গোটা বিষয়টি সমাধান করার দিকে উদ্যোগী হবে বিশেষজ্ঞরা বলে মনে করা হচ্ছে। সেদিক থেকে অনেকে বলছেন, বাংলার এসএসকেএম হাসপাতালে এই গবেষকদের দল হয়ত বা ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে গোটা দেশকে পথ দেখাতে পারে। ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে কিছুটা হলেও আশার আলো তৈরি হয়েছে সারা রাজ্যজুড়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, দ্বিতীয় ঢেউ যখন ভয়াবহ আকার ধারণ করেছিল, তখন এই ব্ল্যাক ফাঙ্গাসের উৎপত্তি সামনে এসেছিল। ইতিমধ্যেই এই ভয়াবহ রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ মিলিয়ে মোট তিনটি হাসপাতাল বেছে নেওয়া হয়েছে। আর তার মাঝেই এসএসকেএম হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকদের নেতৃত্বে গবেষকদের দল এর উৎপত্তি খোঁজার কাজ শুরু করে দিতে চাইছে। অনেকে বলছেন, এখন থেকেই যদি পরিস্থিতি সামলানো না যায়, তাহলে পরবর্তীতে করোনা ভাইরাসের সংকটজনক মুহূর্তে এই রোগ অনেক মানুষের প্রাণ কেড়ে নিতে পারে। তাই সবার আগে প্রয়োজন, সেই রোগের উৎপত্তি কিভাবে হচ্ছে, সেই রহস্য উন্মোচন করা। আর সেই কারণেই এসএসকেএম হাসপাতালে বিশিষ্ট চিকিৎসকের নেতৃত্বে গবেষকদের টিম সেই রহস্য ভেদ করতে নিজেদের কাজ শুরু করে দিতে চাইছে। সব মিলিয়ে তাদের এই গবেষণায় ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে কি তথ্য উঠে আসে এবং কিভাবে তাকে দমন করা যায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!