এখন পড়ছেন
হোম > অন্যান্য > মোবাইল রিচার্জের খরচ বৃদ্ধি, চিন্তায় গ্রাহকরা, জেনে নিন!

মোবাইল রিচার্জের খরচ বৃদ্ধি, চিন্তায় গ্রাহকরা, জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এবার এয়ারটেলের গ্রাহকদের রিচার্জের জন্য দিতে হবে বাড়তি 30 টাকা। এতদিন 49 টাকার স্মার্ট রিচার্জ করা যেত। কিন্তু এবার তা বন্ধ হতে চলেছে। যেখানে 49 টাকার রিচার্জের বদলে 79 টাকা করা হয়েছে নতুন রিচার্জের পরিমাণ। যার ফলে গ্রাহকরা অনেকটাই চিন্তার মুখে পড়ে গিয়েছেন। তবে 49 টাকার আগের রিচার্জের থেকে বর্তমান 79 টাকা রিচার্জে অনেক বেশি সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে এয়ারটেল সংস্থা। যা কিছুটা হলেও গ্রাহকদের মধ্যে স্বস্তি দিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, এতদিন এয়ারটেলের 49 টাকার এন্ট্রি রিচার্জ করার সুযোগ ছিল। যেখানে গ্রাহকরা 38.52 টাকা টকটাইম হিসেবে পেতেন এবং 100 এমবি ডাটা পেতেন। তবে সম্প্রতি এয়ারটেলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এই অফার বন্ধ করে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে 49 টাকার বদলে জুলাই মাসের 29 তারিখ থেকে 79 টাকায় প্রিপেইড প্ল্যান কার্যকর করার কথা জানিয়ে দিয়েছে এই সংস্থা। তবে এই নতুন প্ল্যানে কি কি সুবিধা রয়েছে? জানা গিয়েছে, এই 79 টাকার রিচার্জ করলে সেখানে 64 টাকা পাওয়া যাবে। এক্ষেত্রে নেটের অফার নিয়েও কিছুটা খুশির খবর দেওয়া হয়েছে। যেখানে আগে 49 টাকায় 100 এমবি নেট পাওয়া যেত, সেখানে এখন 79 টাকা রিচার্জ করলে 200 এমবি নেট পাওয়া যাবে।

একাংশ বলছেন, এক্ষেত্রে টাকার খরচ হয়ত বা কিছুটা হলেও বেশি হবে। কিন্তু নেট থেকে শুরু করে টকটাইমের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে। কেননা আগে 49 টাকা রিচার্জ করতে সাধারণ মানুষের তেমন অসুবিধা হত না। কিন্তু এবার 30 টাকা বৃদ্ধি করা হল। যেখানে 79 টাকার রিচার্জ করলে 200 এমবি নেটের পাশাপাশি পাওয়া যাবে 64 টাকার টকটাইম।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!