এখন পড়ছেন
হোম > জাতীয় > মহারাষ্ট্রে জোট সরকার হলেও রাহুলের বিরুদ্ধে বিস্ফোরক শরদ পাওয়ার, জোর জল্পনা

মহারাষ্ট্রে জোট সরকার হলেও রাহুলের বিরুদ্ধে বিস্ফোরক শরদ পাওয়ার, জোর জল্পনা


 

লোকসভা নির্বাচনের আগে থেকেই সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো একত্রিত হওয়ার চেষ্টা করেছিল। কিন্তু লোকসভা নির্বাচনে বিরোধী রাজনৈতিক দলগুলো সেইভাবে সাফল্য পায়নি। উল্টে দ্বিতীয়বারের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে মোদী সরকার।

তবে বর্তমানে এনআরসি থেকে শুরু করে বিভিন্ন বিতর্কিত ইস্যুতে জর্জরিত কেন্দ্রের বিজেপি সরকার। কিন্তু বিরোধীদের সমবেত শক্তি প্রতিষ্ঠিত না হওয়ায় সেইভাবে কেন্দ্রের শাসক দলকে বিপাকে ফেলা সম্ভব হচ্ছে না। তাই এই পরিস্থিতিতে দেশের মানুষ কেন্দ্রে বিজেপির একটি শক্তিশালী এবং স্থায়ী বিকল্প চাইছেন বলে দাবি করলেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার।

সূত্রের খবর, এদিন রাজনৈতিক জোট গড়ার ব্যাপারে এনসিপি সুপ্রিমোকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “দেশের কোনো কোনো অংশে বিজেপি ও তার জোট শরিকদের বিরুদ্ধে অসন্তোষ বাড়ার ইঙ্গিত মিলছে শুরু করেছে। মানুষ একটা পরিবর্তন চাইছেন। সেই পরিবর্তনের জন্য একটি উপযুক্ত বিকল্প দরকার। তাকে শক্তিশালী তো হতে হবেই। স্থায়ীও হতে হবে।” আর এরপরই নাম না ক্যলেও মহারাষ্ট্রে তাদের জোট শরিক কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করেন শরদ পাওয়ার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যখন দেশজুড়ে প্রতিবাদের ঝড় বইছে, তখন দক্ষিণ কোরিয়া সফরে রয়েছেন রাহুল গান্ধী। আর সেই ব্যাপারেই এদিন রাহুল গান্ধীর প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে এনসিপি সুপ্রিমো বলেন, “বিকল্প জোট গড়ে তোলার জন্য নেতাদের দেশে আরও বেশি করে সময় দিতে হবে। মনে হচ্ছে বিজেপি বিরোধী দলগুলো এবার কাছাকাছি আসতে চাইছে। অন্তত কয়েকটি সাধারণ ইস্যুতে। তাই বিরোধীদের সংগঠিত করতে নেতাদের দেশে থেকে সময় আরো বেশি দিতে হবে।”

বিশেষজ্ঞরা বলছেন, বিজেপির বিরুদ্ধে লড়তে হলে কংগ্রেসই প্রধান শক্তি। তারপর বিজেপি বিরোধী আরও অনেক ছোট ছোট রাজনৈতিক দল রয়েছে। তবে সেই রাজনৈতিক দলগুলোকে নেতৃত্ব দিতে হলে কংগ্রেসে দক্ষ নেতা বা নেত্রী প্রয়োজন।

সেদিক থেকে তরুণ তুর্কি হিসেবে পরিচিত রাহুল গান্ধী যদি জাতীয় রাজনীতিতে সময় না দিয়ে বাইরে সফর করেন, তাহলে তা নিঃসন্দেহে বড় প্রশ্ন তৈরি করে। এদিন সেই ব্যাপারেই প্রশ্ন করে রাহুল গান্ধীকে সংযত হওয়ার পরামর্শ দিলেন বিজেপি বিরোধী রাজনৈতিক দল এনসিপি প্রধান শারদ পাওয়ার বলে মত ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!