এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিধানসভা নির্বাচনে তৃণমূলের এই বিপুল সাফল্যের কারণ কি? বেরিয়ে এলো নির্বাচন কমিশনের রিপোর্ট

বিধানসভা নির্বাচনে তৃণমূলের এই বিপুল সাফল্যের কারণ কি? বেরিয়ে এলো নির্বাচন কমিশনের রিপোর্ট


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবারের বিধানসভা নির্বাচনে ব্যাপক সাফল্য এসেছে রাজ্যের শাসক দল তৃণমূলের। ২০১৬ সালের তুলনায় ২০২১ সালে আরো অনেক বেশি সাফল্য এসেছে তৃণমূলের। ২০১৯ এর লোকসভা নির্বাচনের পর যেভাবে বিজেপির উত্থান ঘটতে দেখা গিয়েছিল, তাতে অনেকেই মনে করেছিলেন যে, এবার শাসন ক্ষমতায় ধরে রাখা হয়তো অসম্ভব হয়ে দাঁড়াবে তৃণমূলের। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। শাসন ক্ষমতায় টিকে থাকার হ্যাটট্রিক করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। কিভাবে এই অসাধ্য সাধন করেছে তৃণমূল? নির্বাচন কমিশনের রিপোর্টে উঠে এলো বিশেষ তথ্য।

রাজ্যে তৃণমূলের তৃতীয় বার ফিরে আসার অন্যতম কারণ হলো রাজ্যবাসীর সমর্থন। রাজ্যবাসীকে সমর্থন যদি না থাকতো, তবে তা সম্ভব ছিল না, তা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু দেখা যাচ্ছে তৃণমূলের তৃতীয়বার ফিরে আসার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রয়েছে রাজ্যের মহিলাদের ভোট। কারণ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবার বিধানসভা নির্বাচনে পুরুষের তুলনায় বেশি পরিমাণে মহিলারা অংশগ্রহণ করেছিলেন। মহিলাদের ভোটদানের সংখ্যা যেমন বেশি, তেমনি মহিলা প্রার্থীর সংখ্যা পুরুষদের চেয়ে বেশি, মহিলা প্রার্থীদের জয়ের হারও পুরুষদের চেয়ে বেশি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে যে, এবছর বিধানসভা নির্বাচনে রাজ্যের মোট মহিলা ভোটার ছিলেন ৩.৫ কোটি। যাদের মধ্যে ভোট দান করেছেন ২.৯ কোটি। এবার মোট পুরুষ ভোটারের সংখ্যা ছিল ৩.৭০ কোটি। যাদের মধ্যে ভোট দান করেছেন ৩ কোটি। রাজ্যে মহিলাদের ভোটদানের হার ৮১.৭ শতাংশ, পুরুষদের ভোটদানের হার ৮১.৪ শতাংশ।

আবার, জয়ের হারের বিচারে দেখা যাচ্ছে মহিলাদের মধ্যে ১৬.৭ শতাংশ প্রার্থীর জয় এসেছে। কিন্তু পুরুষদের মধ্যে মাত্র ১৩.৪ শতাংশ প্রার্থীর জয় এসেছে। এককথায়, রাজ্যে মহিলাদের ভোটের যোগদানের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মহিলাদের মনে স্থায়ীভাবে দাগ কাটতে পেরেছে রাজ্যের শাসক দল তৃণমূল। মহিলাদের সন্তুষ্ট করার কারণেই নির্বাচনে অভূতপূর্ব জয় এসেছে তৃণমূলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!