এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ঘাসফুল ও বাম শিবিরে একযোগে জোর ধাক্কা বিজেপির! শয়ে-শয়ে নেতা- কর্মীদের যোগ গেরুয়া শিবিরে

ঘাসফুল ও বাম শিবিরে একযোগে জোর ধাক্কা বিজেপির! শয়ে-শয়ে নেতা- কর্মীদের যোগ গেরুয়া শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট:- এবার রাজ্যের প্রাক্তন শাসকদল এবং বর্তমান শাসকদলকে টেক্কা দিল ভারতীয় জনতা পার্টি। একদিকে বাম এবং অন্যদিকে তৃণমূলের ঘর ভেঙে এবার নিজেদের ঘর পূরণ করতে উদ্যোগী হয়েছে গেরুয়া শিবির। বিধানসভা নির্বাচনের আগে দিকে দিকে দলবদল পালা চলছে। কখনও বিরোধী দল ভেঙে তৃণমূলে যোগদান, আবার কখনও বা তৃণমূল সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো থেকে বিজেপিতে যোগদান পর্ব‌ হতে দেখা যাচ্ছে। আর এই যোগদানের ফলে কোন রাজনৈতিক দলের প্রভাব প্রতিপত্তি বাংলার মাটিতে বৃদ্ধি হচ্ছে, তার অঙ্ক কষে নিচ্ছেন বিশেষজ্ঞরা।

জানা গেছে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং জঙ্গলমহল – এই তিন জায়গাতেই এখন বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গেছে। এদিন মালদহ জেলার চাচল বিধানসভা কেন্দ্রের গৌরীপুর গ্রামে তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস থেকে দুই শতাধিক কৃষক বিজেপিতে যোগদান করেন। যেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক রথীন্দ্র বোস।অন্যদিকে কলকাতায় রাজ্য বিজেপির সদরদপ্তরে সাধারণ সম্পাদক সঞ্জয় সিংয়ের উপস্থিতিতে আরএসপি থেকে গেরুয়া শিবিরে যোগদান অনুষ্ঠিত হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একইভাবে জঙ্গলমহলেও বিরোধী রাজনৈতিক দলগুলোকে চাপে ফেলে ব্যাপক যোগদান পর্ব অনুষ্ঠিত হয় ভারতীয় জনতা পার্টির। জানা গেছে, এদিন ঝাড়গ্রাম জেলার বিনপুর বিধানসভা কেন্দ্রের হাড়দা অঞ্চলে সিপিএম ও তৃণমূল থেকে মোট 525 টি পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। এদিকে একের পর এক তৃণমুল, বাম এবং কংগ্রেস ভেঙে বিজেপিতে যোগদানের ফলে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের রাজনৈতিক সমীকরণ পাল্টাতে শুরু করেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

বর্তমানে তৃণমূল কংগ্রেস প্রশান্ত কিশোরের পরিকল্পনামাফিক বিরোধীদের ঘর ভাঙতে উদ্যত হয়েছে। সেদিক থেকে বিরোধী দল বিজেপি যেভাবে তৃণমূল সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোর ঘরে হানা দিতে শুরু করেছে, তাতে গেরুয়া শিবির ফুলেফেঁপে উঠছে বলেই মনে করা হচ্ছে। যার প্রভাব আগামী বিধানসভা নির্বাচনে অবশ্যই পড়বে বলে দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের। এখন তৃণমূল বা অন্যান্য রাজনৈতিক দল তাদের কর্মী সমর্থকদের আটকাতে কোনো পদক্ষেপ গ্রহণ করে, নাকি এভাবেই বিজেপি বাজিমাত করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!