এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের সঙ্গে কি নওশাদেরও সেটিং? ভাইপোর বিরুদ্ধে লড়াই না নিয়ে উঠছে প্রশ্ন!

তৃণমূলের সঙ্গে কি নওশাদেরও সেটিং? ভাইপোর বিরুদ্ধে লড়াই না নিয়ে উঠছে প্রশ্ন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- একসময় নওসাদ সিদ্দিকি বলেছিলেন, যদি তার দল তাকে অনুমোদন দেয়, তাহলে তিনি ডায়মন্ড হারবার থেকে লড়াই করবেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি তো দূরের কথা, বরঞ্চ তার দলের পক্ষ থেকেই একজন অচেনা, অপরিচিত মানুষকে সেই ডায়মন্ড হারবারে আইএসএফের পক্ষ থেকে টিকিট দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হলো। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, কেন এই কাজ করলেন নওশাদ সিদ্দিকী? কেন তিনি ভাইপোর বিরুদ্ধে লড়াই করার সাহস পেলেন না! তাহলে কি তৃণমূলকে সুবিধা করে দেওয়ার জন্যই ময়দান ছেড়ে পালালেন এই আইএসএফ বিধায়ক?

প্রসঙ্গত, এদিন আইএসএফের পক্ষ থেকে রাজ্যের বেশ কিছু কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। যার মধ্যে ছিল ডায়মন্ড হারবার। আর সেখানে এতদিন ধরে অনেক কথা বলা সত্ত্বেও, নওশাদ সিদ্দিকী না লড়াই করার কারণে তার বিরুদ্ধে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। অনেকে বলছেন, ভাইপোর বিরুদ্ধে লড়াই করার মত সাহস নেই। সেই কারণেই হয়ত পেছনের দরজা দিয়ে সেটিং করে নিয়েছেন এই আইএসএফ বিধায়ক। তবে কি কারণে তার এই পদক্ষেপ! কেন তিনি নিজে ভাইপোর বিরুদ্ধে দাঁড়াতে পারলেন না! তা অবশ্য সময় বলবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!