এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পিসি হয়েছেন মমতা, সেই কারণেই সঙ্গ ছেড়েছেন শুভেন্দু! প্রবল অস্বস্তিতে তৃণমূল!

পিসি হয়েছেন মমতা, সেই কারণেই সঙ্গ ছেড়েছেন শুভেন্দু! প্রবল অস্বস্তিতে তৃণমূল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-লোকসভা ভোটের প্রচার ক্রমশ জমে উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন মন্তব্যের মধ্য দিয়ে আক্রমণ করে চাপে ফেলে দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনেকেই বলেন যে, শুভেন্দুবাবু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে বাঁচার জন্য নাকি বিজেপিতে গিয়েছেন। তবে সেই বিষয়টি অতীতেও স্পষ্ট করেছেন তিনি। আর এবার মালদার সভা থেকে আরও একবার কি কারণে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়েছেন, তা স্পষ্ট করে দিলেন।

প্রসঙ্গত, এদিন মালদহে বিজেপির নির্বাচনী সভায় উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, “যতদিন উনি দিদি ছিলেন, আমরা ওনার সঙ্গে ছিলাম। কিন্তু যেদিন থেকে উনি পিসি হয়েছেন, সেদিন ওনাকে ছেড়ে বাইরে বেরিয়ে এসেছি।” অর্থাৎ বোঝাই যাচ্ছে যে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাইপোর জন্য সর্বস্ব ত্যাগ করতে শুরু করেছিলেন জন্যই এবং দলের অন্যান্য নেতাদের অপমান করেছিলেন জন্যই শুভেন্দু অধিকারী কিন্তু এই দল পরিবর্তন করেছিলেন। আর সেটা তার এই মন্তব্যের মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে গেল। তাই পরিবার সর্বস্ব রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীর এই ধরনের আক্রমনে রীতিমতো ব্যাকফুটে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!