এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সিউড়িতে দিলীপ ঘোষের সভা ঘিরে তুমুল উত্তেজনা, গুলিবিদ্ধ ২ কর্মী

সিউড়িতে দিলীপ ঘোষের সভা ঘিরে তুমুল উত্তেজনা, গুলিবিদ্ধ ২ কর্মী


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে একুশের বিধানসভা নির্বাচনের নিরিখে রাজ্যের দুই রাজনৈতিক দল তৃণমূল ও বিজেপি প্রধান দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসাবে ময়দানে নেমেছে বলে মনে করা হচ্ছে। আর কিছুদিনের মধ্যেই শুরু হবে বাংলার বিধানসভা নির্বাচন। আর তার ই পরিপ্রেক্ষিতে চলছে রাজনৈতিক দলগুলির ব্যাপক প্রচার। কিন্তু প্রচারের পাশাপাশি রাজনৈতিক দ্বন্দ্ব ও হানাহানিও বেড়ে চলেছে দিনদিন। সেরকমই দেখা গেল এদিন বীরভূমের সিউড়িতে। এদিন সিউড়িতে দিলীপ ঘোষ সভা করেন। আর সেই সভার উদ্দেশ্যে যোগ দিতে আসছিলেন দুই বিজেপি কর্মী। কিন্তু মাঝরাস্তায় দুই বিজেপি কর্মীর ওপর গুলি চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনাটি ঘটেছে বীরভূমের শিমুলিয়ার কাছে। এই মুহূর্তে পাঁজরে গুলি নিয়ে দুই বিজেপি সমর্থক স্থানীয় সিয়ান হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনায় স্বাভাবিকভাবেই অভিযোগের আঙুল উঠেছে রাজ্যের শাসকদলের দিকে। বীরভূম বরাবরই অনুব্রত গড় হিসেবে পরিচিত। তাই সেখানে দিলীপ ঘোষ সভা করতে যাওয়ায় এমনিতেই উত্তেজনা ছিল তুঙ্গে। তারমধ্যে যেভাবে বিজেপি কর্মী সমর্থকদের ওপর গুলি চালানো হল তাতে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে বলে জানা গিয়েছে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব সম্পূর্ণ বিষয়টি মিয়ে অভিযোগ অস্বীকার করেছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, সিউড়ির জেলা স্কুল মাঠে রাজনৈতিক সভা ছিল দিলীপ ঘোষের।

সেখানে তাঁর নেতৃত্বে পদযাত্রা হবার কথা ছিল। সেই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্যই অভিজিৎ মন্ডল নামে এক বিজেপি কর্মী সাথে আরেকজনকে নিয়ে সিঙ্গি থেকে সিউড়ি আসছিলেন। শিমুলিয়ার কাছে তাঁদের বাইক লক্ষ্য করে গুলি চালানো হয়। পাঁজরে গুলি লাগে অভিজিতের। সঙ্গে সঙ্গেই তিনি লুটিয়ে পড়েন রাস্তায়। সাথে সাথেই স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। অন্যদিকে জানা গেছে, খয়রাশোল-শিমুলিয়ায় রাস্তার ওপর বিজেপি কর্মীদের বেশ কয়েকটি বাস আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। অবশ্য পাল্টা তৃণমূল কর্মীদের ওপর আক্রমণ করা হয় বলেই তৃণমূল অভিযোগ তুলেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দিলীপ ঘোষ অবশ্য এ বিষয়ে নিজে জানিয়েছেন, সিউড়িতে বাধা পাওয়া বিজেপির পক্ষে খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু এখান থেকে ঘুরে দাঁড়ানো শুরু হবে। তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে বিজেপি আর কয়েক দিনের মধ্যেই ক্ষমতায় যে আসতে চলেছে তা এদিন আত্মবিশ্বাসের সংগে জানান রাজ্য বিজেপি সভাপতি। অন্যদিকে সিউড়ির ঘটনা প্রসঙ্গে জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অভিজিৎ সিংহ জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনরকম যোগাযোগ নেই। সবটাই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণ।

পুলিশ তদন্ত করলেই অভিযুক্তরা ধরা পড়বে। তখন জানা যাবে এই ঘটনার সঙ্গে তৃণমূলের যোগ আছে কি নেই তা। তবে এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোরদার চাপানউতোর। একুশের বিধানসভা নির্বাচনের আগে সিউড়ির এই ঘটনা যে বিশেষ তাৎপর্য বহন করবে, সে ব্যাপারে কোন সন্দেহ নেই বিশেষজ্ঞদের। তবে বিজেপি এবং তৃণমূল যে বর্তমানে প্রধান প্রতিদ্বন্দ্বী দল হিসেবে রাজনৈতিক লড়াই চালাচ্ছেন সে ব্যাপারে একমত রাজনৈতিক মহল। আর সেক্ষেত্রে পারস্পারিক দ্বন্দ্বের বিষয়টি মুখ্য হয়ে উঠছে বলে মত অনেকেরই।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!