এখন পড়ছেন
হোম > অন্যান্য > মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক নিয়ে চূড়ান্ত টানাপোড়েন, উদ্বেগ বাড়ছে ছাত্র-ছাত্রীদের

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক নিয়ে চূড়ান্ত টানাপোড়েন, উদ্বেগ বাড়ছে ছাত্র-ছাত্রীদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার দ্বিতীয় ঢেউ আসার সাথে সাথেই উদ্বেগ শুরু হয়ে গিয়েছিল পরীক্ষার্থীদের। স্কুল বন্ধ হওয়ার পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে উঠে গিয়েছিল প্রশ্ন। একসময় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, করোনা পরিস্থিতি কেটে গেলে পরীক্ষা হবে। কিন্তু শেষ পর্যন্ত মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিলের পথেই বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের তৈরি ছয় সদস্যের বিশেষজ্ঞ কমিটি জানিয়েছেন, রাজ্যের পরিস্থিতি অনুযায়ী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করাই যথাযথ। যদিও  চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে নবান্ন বলে জানা গিয়েছে।

অন্যদিকে সূত্রের খবর, বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে বলা হয়েছে বর্তমান করোনা পরিস্থিতি অনুযায়ী স্কুলে গিয়ে বসে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখেই এবারের মতন পরীক্ষা বাতিল করা একমাত্র রাস্তা। অন্যদিকে প্রশ্ন উঠেছে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে। জীবনের প্রথম দু’টি বড় পরীক্ষা বাতিল হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই তাঁদের মনোবল ভেঙে পড়ার মুখে। এ প্রসঙ্গে পাল্টা রাস্তা বার করেছে বিশেষজ্ঞ কমিটি। কমিটির তরফ থেকে বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে হোম অ্যাসাইনমেন্টের মূল্যায়ন অনুযায়ী নাম্বার দেওয়া হতে পারে। এছাড়াও ল্যাবরেটরী ভিত্তিক 30 নম্বর এবং নন-ল্যাব বিষয়গুলির ওপর কুড়ি নম্বরের প্রজেক্ট দিয়ে মূল্যায়ন করা যেতে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একইসাথে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নবম শ্রেণির বার্ষিক অথবা প্রথম সামেটিভ, ষান্মাসিক ও বার্ষিক পরীক্ষার নম্বরের গড় তৈরি করে তার ভিত্তিতে মাধ্যমিকের নম্বর দেওয়া যেতে পারে। পাশাপাশি মাধ্যমিকের 10 নম্বরের অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন তো থাকছেই। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 27 শে মে নবান্নে সাংবাদিকদের জানিয়ে দিয়েছিলেন, আগস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা এবং জুলাইয়ের শেষে উচ্চমাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর কিছুটা নিশ্চিন্ত হয় ছাত্রছাত্রীরা ও অভিভাবকরা। শিক্ষামন্ত্রী পর্যন্ত ঘোষণা করেন 2 রা জুন রুটিন দেওয়া হবে পরীক্ষার।

কিন্তু ইতিমধ্যে সিবিএসসি ও আইসিএসসি পরীক্ষা বাতিল করে দেওয়া হয় কেন্দ্রীয় স্তর থেকে। প্রশ্ন ওঠে এই রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে। আপাতত পরীক্ষার সূচি ঘোষণা স্থগিত করা হয়েছে। পরীক্ষা আদৌ হবে, না হবেনা সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে রাজ্য সরকার। অন্যদিকে রাজ্যজুড়ে করোনার সংক্রমণ কিছুটা নিম্নমুখী। এরকম যদি চলতে থাকে, তাহলে আগামী দিনে মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পরীক্ষা হওয়া অস্বাভাবিক নয়। সব মিলিয়ে এখন মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক নিয়ে একটা টানাপোড়েন চলছে, যে টানাপোড়েন ছাত্র-ছাত্রীদের উদ্বেগ ক্রমশ বাড়াচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!