এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আবার চিন্তা বাড়ল তৃণমূলের, এবার আর এক বর্ষীয়ান বিধায়কের নামে পোষ্টার দেখা গেল

আবার চিন্তা বাড়ল তৃণমূলের, এবার আর এক বর্ষীয়ান বিধায়কের নামে পোষ্টার দেখা গেল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের অন্দরে এইমুহূর্তে চলছে ব্যাপক রাজনৈতিক কোন্দল। তৃণমূলের বিভিন্ন নেতা, বিধায়ক, সাংসদ গোষ্ঠীদ্বন্দ্বের কারণে দল ছেড়েছেন। ইতিমধ্যে তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। শুভেন্দু অধিকারীর দল ছাড়ার খবর ইঙ্গিত পাওয়ামাত্রই রাজ্যজুড়ে দাদার অনুগামীদের পোস্টার পড়তে শুরু করে। একইভাবে বনমন্ত্রী রাজীব ব্যানার্জির ক্ষেত্রেও পোস্টার দেখা যায় বিভিন্ন জায়গায়।

আর এবার সিঙ্গুরের অন্যতম বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের নামে পোস্টার পড়তে শুরু করেছে। দীর্ঘদিন ধরেই বেচারাম মান্না বনাম রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরোধিতা তৃণমূল শিবিরের চিন্তার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগেই সিঙুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। এই অবস্থায় সিঙুর জুড়ে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের নামেও পোস্টার পড়তে শুরু করেছে। দাদার অনুগামীর মতো এবার পোস্টারে দেখা যাচ্ছে, ‘আমরা স্যারের অনুগামী’।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আনন্দ নগর তৃণমূল কমিটির ফেসবুক পেজেও এরকম পোষ্ট দেখা যাচ্ছে। সব মিলিয়ে তৃণমূল শিবিরে এই মুহূর্তে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অন্যদিকে সিঙুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য এদিন বলেছেন, তাঁর অনুগামী হয়ে যদি কেউ প্রচার করতে থাকে তাহলে তিনি গর্ব অনুভব করেন। ব্লক সভাপতির নিয়োগ ঘিরে সিঙ্গুরের তৃণমূল কংগ্রেসের অন্দরে শুরু হয় ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব। প্রসঙ্গত, কিছুদিন আগেই রবীন্দ্রনাথ ভট্টাচার্যের অনুগামী মহাদেব দাসকে সরিয়ে বেচারাম মান্নার অনুগামী গোবিন্দ ধারাকে সেখানকার ব্লক সভাপতি করা হয়।

আর তারপরেই শুরু হয় ব্যাপক দ্বন্দ্ব। অন্যদিকে রবীন্দ্রনাথ ভট্টাচার্য দলবদল করছেন কিনা তা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান, এই মুহূর্তে দলবদলের কোন প্রশ্ন নেই। যাবতীয় জল্পনায় জল ঢেলে তিনি জানিয়েছেন, এই মুহূর্তে তিনি তৃণমূল ছেড়ে যাচ্ছেন না। যেভাবে তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব ক্রমশ বিশাল আকার ধারণ করছে তা যে আগামী দিনে তৃণমূলকে বড় বিপর্যয়ের মুখে ফেলবে সে ব্যাপারে ক্রমশ নিশ্চিত হচ্ছেন রাজনৈতিক মহলের অনেকেই। অন্যদিকে বিশেষজ্ঞরা দাবি করছেন, তৃণমূলের অন্দরের ফাটল যত চওড়া হচ্ছে, ততই সেখানে গেরুয়া অনুপ্রবেশ যে ঘটবে সে ব্যাপারে কোন সন্দেহ নেই।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!