এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > মুকুলের হাত ধরেই কি বিজেপিকে ভাঙার কৌশল তৃণমূলের? উত্তরবঙ্গে বিজেপির ভাঙনে কি অশনি সঙ্কেত?

মুকুলের হাত ধরেই কি বিজেপিকে ভাঙার কৌশল তৃণমূলের? উত্তরবঙ্গে বিজেপির ভাঙনে কি অশনি সঙ্কেত?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের ফেরার পরই মুকুল রায় আবারও পুরনো ফর্মে ছক্কা হাঁকাতে শুরু করেছেন বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। প্রসঙ্গত, মুকুল রায় তৃণমূল ছাড়ার পর থেকেই গেরুয়া শিবিরে ভাঙনের জল্পনা যত সময় গেছে ততই তীব্র হয়েছে। আর সেই আশঙ্কা যে বিন্দুমাত্র ভুল নয়, তা প্রমাণিত হয়ে গেল আজ। মুকুল রায় নিজেই বিজেপি ছেড়ে চলে এসে বিজেপির ভাঙনের সূত্রপাত করেছিলেন।আর তারপর থেকেই একের পর এক পরিকল্পনা গ্যারহণ করছেন যাতে গেরুয়া শিবিরকে দুর্রবল করা যায়। আর তার মধ্যে অন্যতম হলো এবার একেবারে আরএসএসের দুর্গ ভেঙে সেখানকার নেতাকে তৃণমূলে সামিল করা। খুব স্বাভাবিক ভাবেই এই ঘটনা গেরুয়া শিবিরে চরম অসস্তির সৃষ্টি করেছে বলেই মনে করা হচ্ছে।

মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দুহাতে স্বাগত জানিয়েছিলেন। একেবারে ঘরের ছেলে ঘরে ফিরে আসার কথা বলে মুকুল রায়ের তৃণমূলে ফেরা ইঙ্গিতবাহী করে তুলেছিলেন তিনি। আর তৃণমূল নেত্রীর সেই ইঙ্গিতকেই একের পর এক পরিকল্পনার রূপ দিচ্ছেন মুকুল রায় বলেই মনে করা হচ্ছে। আজকে আলিপুরদুয়ারের জেলা বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মাসহ তাঁর অনুগামীরা তৃণমূলে যোগ দিলেন। একেবারে আরএসএস এর ঘর থেকে নিজেদের দলে সামিল করলো তৃণমূল। আর এখানে মুকুল রায়ের কথাই বিশেষভাবে বলছেন রাজনীতির কারবারিরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, এই দলবদলের অনুষ্ঠানে মুকুল রায়ের কথা যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।তিনি বলেন, উত্তরবঙ্গ থেকেই বিজেপির জয়যাত্রা শুরু হয়েছিল, সেই সেখান থেকেই এবার শেষের শুরু হলো। প্রসঙ্গত, মুকুল রায় বরাবরই দল ভাঙার রাজনীতিতে যথেষ্ট পটু।যখন তিনি ত্গৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন, তখন তৃণমূল থেকে একের পর এক তাঁর অনুগামী এবং নেতারা তাঁর হাত ধরে বিজেপিতে গিয়েছিলেন। এবার তিনি তৃণমূলে ফিরে এসেছেন।

বলাই বাহুল্য বিজেপি থেকে এবার একাধিক নেতা এবং তাঁর অনুগামীরা তৃণমূলে আসতেই পারেন। অন্যদিকে জানা যাচ্ছে, মুকুল রায় তৃণমূল আসার পর থেকেই কিন্তু বিজেপি সাংসদ, বিধায়ক, নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তুলেছেন। সেক্ষেত্রে আগামী দিনে গেরুয়া শিবিরে ভাঙনের রূপ কতটা চওড়া হয়, তা নিয়েই এখন সবথেকে বড় চিন্তা বিজেপির।

পাশাপাশি উত্তরবঙ্গের বিজেপি নেতার তৃণমূলে চলে যাওয়া কার্যত রাজনীতির জগতে বিজেপিকে বেশ কিছুটা পিছিয়ে দিল এই মুহূর্তে বলে মনে করা হচ্ছে। একই সাথে উত্তরবঙ্গের বিজেপি সাংসদের বঙ্গভঙ্গের বার্তাও গেরুয়া শিবিরকে বিতর্বকের মুখে ফেলেছে বলেই দাবি রাজনৈতিক মহলের অনেকেরই। সেক্ষেত্রেও আবার মুকুলের ছায়া দেখছেন অনেকেই। সবমিলিয়ে বিজেপি এখন মুকুল রায়ের কৌশলী চালকে কিভাবে টেক্কা দেয়, সেদিকেই এখন নজর ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!