এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিজেপির চাপ সামলাতে থরহরি তৃণমূল? ধর্ষণ-ব্ল্যাকমেলিংয়ের দায়ে বহিস্কৃত নেতাকে ফেরানোর জল্পনা

বিজেপির চাপ সামলাতে থরহরি তৃণমূল? ধর্ষণ-ব্ল্যাকমেলিংয়ের দায়ে বহিস্কৃত নেতাকে ফেরানোর জল্পনা


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কোচবিহার জেলায় গোষ্ঠীদ্বন্দ্বের জেরে জেরবার শাসকদল তৃণমূল। তার মধ্যে কোচবিহারে ক্রমশ নিজেকে শক্তিশালী করছে বিজেপি। সম্প্রতি দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী। জেলায় ক্রমশই বিজেপির শক্তি বৃদ্ধিতে বেশ কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছে তৃণমূল।

এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী আগামী ১৬ ই ডিসেম্বর আসছেন জেলায় জনসভায়। এই পরিস্থিতিতে এক মহিলাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত তৃনমুল নেতা নুর আলম হোসেন যাকে সাময়িকভাবে দল বহিষ্কার করেছিল, গতকাল রবিবার দলের কোর কমিটির বৈঠকে তাঁকে দলে ফিরিয়ে নেওয়া হল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। গতকাল রবিবার তাঁকে দলে ফিরিয়ে নেওয়ার কথা ঘোষণা করে তৃণমূলের জেলা নেতৃত্ব। নুর আলম হোসেনকে আবার দলের কাজ করতে বলা হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন যে, কোচবিহার জেলায় বিজেপির ক্রমশ শক্তি বৃদ্ধিতে যথেষ্ট ব্যাকফুটে পড়ে যাচ্ছে তৃণমূল। বিজেপির চাপ সামলাতে রীতিমতো বেগ পেতে হচ্ছে তৃণমূলকে। তার উপরে গোষ্ঠী কোন্দল দেখা দিচ্ছে কোচবিহারের নানা স্থানে। তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে বারে বারে। বোমাবাজি, খুনোখুনি, সংঘর্ষ, অগ্নিসংযোগের মতো ঘটনা বারবার ঘটছে। এই পরিস্থিতিতে নুর আলম হোসেনকে দলে ফেরানো যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

আপনার মতামত জানান -

কয়েকমাস আগে এক মহিলাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন তৃনমুল নেতা নুর আলম হোসেন। নির্যাতিত মহিলা অভিযোগ করেছিলেন যে, নুর আলম তাঁকে নানাভাবে ব্ল্যাকমেল পর্যন্ত করেছেন। এখনো সেই মামলা আদালতে বিচারাধীন। আবার, এরমধ্যেই সীতাইয়ের গোঁসানিমারি এলাকাতে বিজেপির এক সভাকে ঘিরে তৃণমূল-বিজেপির জোর সংঘর্ষ বাধে গত শনিবারে।

অভিযোগ উঠেছে, সেদিন তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর করেছে বিজেপি। তৃণমূলের এই সভাতে নুর আলম এলে বিজেপি সমর্থকরা তাঁর গাড়িতে ভাঙচুর চালিয়েছে বলে তৃণমূল অভিযোগ করেছে। এই ঘটনার প্রতিবাদে নুর আলম দিনহাটা থানার সামনে তাঁর অনুগামীদের নিয়ে প্রবল বিক্ষোভ দেখিয়ে ছিলেন। এই ঘটনার পরদিন গতকাল রবিবার কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্ব নুর আলম হোসেন তৃণমূলে ফিরিয়ে আনার কথা জানাল। যাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল।

বস্তুত, আগামী ১৬ ই ডিসেম্বর কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে। মুখ্যমন্ত্রীর জনসভার স্থান নির্ধারণ নিয়ে গতকাল রবিবার কোচবিহার জেলা নেতৃত্বের বৈঠক হয়েছিল। এই বৈঠকে নুর আলমকে দলে ফেরানোর সিদ্ধান্তের কথা জানালেন তৃণমূলের কোচবিহার জেলা কমিটির আহ্বায়ক বিনয় কৃষ্ণ বর্মন। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, নুর আলমকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। তাকে আবার দলের কাজে যোগদান করতে বলা হচ্ছে। বিশ্লেষকদের দাবি, মূলত বিজেপির চাপে পড়েই নুর আলমের মতো অভিযুক্ত নেতাকে আবার দলে ফেরানোর সিদ্ধান্ত নিল তৃণমূল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!