এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শুভেন্দুর পর মমতার মাথাব্যথা এবার এই হেভিওয়েট মন্ত্রী? প্রতিবাদী পোস্টারে উড়তে চলেছে ঘুম?

শুভেন্দুর পর মমতার মাথাব্যথা এবার এই হেভিওয়েট মন্ত্রী? প্রতিবাদী পোস্টারে উড়তে চলেছে ঘুম?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দল ছাড়ার পূর্ণ ইঙ্গিত ইতিমধ্যেই দিয়েছেন রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এবার শুভেন্দুর সুরে সুর মিলিয়ে রাজ্যের আরেক মন্ত্রী ক্রমশ অন্য কথা বলছেন। সদ্যই রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এবার শাসকদলের বিরুদ্ধে আকারে-ইঙ্গিতে বিক্ষুব্ধ মনোভাব প্রকাশ করছেন, আর তা থেকেই জল্পনা তীব্র হয়ে উঠেছে। তাহলে কি শুভেন্দুর পর এবার রাজীবের পালা ? শুভেন্দু অধিকারীকে নিয়ে কিন্তু এখনো টানাপোড়েন চলছে। কারণ, শুভেন্দু নিজের রাজনৈতিক অবস্থান এখনো পর্যন্ত স্পষ্ট করেননি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের সভা করার আগেই কিন্তুশুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করে তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করবেন বলে জানিয়েছিলেন। কিন্তু তাও শুভেন্দু করেননি। তবে এবার পাল্টা রাজীব বন্দ্যোপাধ্যায় কলকাতার বুকে শাসকদলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন। তিনি এমন কিছু মন্তব্য করেছেন, যাতে করে তাঁকে নিয়ে জল্পনা ক্রমশই বেড়েছে। এই পরিস্থিতিতে নবান্ন, হাওড়া এলাকায় রাজিব অনুগামীদের পোস্টার পড়েছে। প্রসঙ্গত, শনিবার টালিগঞ্জের একটি অনুষ্ঠান থেকে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, দলের মধ্যে নাম্বার পাওয়ার ক্ষেত্রে স্তাবকদের পাল্লা ভারী।

পাশাপাশি তিনি শুভেন্দু অধিকারীকে নিয়েও তাঁর বক্তব্য জানান। রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতে, শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে চলে গেলে অতি অবশ্যই তৃণমূলে বিশাল শূন্যতা তৈরি হবে। এ প্রসঙ্গে তিনি দলীয় নেতৃত্বকে সরাসরি আত্মসমীক্ষা পরামর্শ দিয়েছেন। আর এই কথা নিয়েই শুরু হয়েছে তীব্র বিতর্ক। এদিন রাজীব বলেন, ‘নেতাদের এত কেন ক্ষোভ-বিক্ষোভ অনুসন্ধান জরুরি। এসব আরো আগে ভাবা উচিত ছিল।’ পাশাপাশি তিনি আক্ষেপ করেছেন, যারা বিভিন্নভাবে দিনরাত কাজ করে চলেছেন মানুষের জন্য, দলের জন্য, তাঁরা আজকাল দলে প্রাধান্য পাচ্ছেন না। বরং যারা ক্ষমতালোভী, তাঁরাই জায়গা পাচ্ছে দলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

টালিগঞ্জের অনুষ্ঠান থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বার্তার পর হাওড়া স্টেশন, হাওড়া ময়দান, হাওড়া কোর্ট, দানেশ শেখ লেন, নবান্নের সামনের রাস্তা প্রভৃতি এলাকায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একের পর এক পোস্টার দেখা যায়। শুধু হাওড়াই নয়, কলকাতার বিভিন্ন এলাকাতেও রাজীব বন্দোপাধ্যায়কে সমর্থন‌ করে পোষ্টার দেখা যায়। তবে সবকিছু দেখে এবার রাজনৈতিক মহলে জোরদার আলোচনা চলছে। রাজীব বন্দ্যোপাধ্যায়ও কি তাহলে শুভেন্দু অধিকারীর মতন তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করতে চলেছেন? যেভাবে শুভেন্দু অনুগামীদের মতন রাজীব অনুগামীদের পোষ্টার পড়া শুরু হয়েছে তাতে কিন্তু সে দিকেই ইঙ্গিত করা হচ্ছে বলে দাবি ওয়াকিবহাল মহলের।

তবে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল কিন্তু এক কথায় এ ধরনের ইঙ্গিতকে নস্যাৎ করে দিয়েছেন। তাঁদের স্পষ্ট দাবি, দলবদলের এই মুহূর্তে কোনো পরিকল্পনা নেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, একে তো শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বেরোনোর ইঙ্গিত স্পষ্ট করছেন। এবার সেই জায়গায় একইভাবে রাজীব বন্দ্যোপাধ্যায়ও যেভাবে দলীয় নেতৃত্বকে আত্মবিশ্লেষণের কথা বলে আক্ষেপ করেছেন, তাতে কিন্তু স্পষ্ট তৃণমূলের আরেক নেতা তথা মন্ত্রীও এবার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আপনার মতামত জানান -

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!