এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল-বিজেপির লড়াইয়ে পড়ছে মুড়ি-মুড়কির মত বোমা! আতঙ্কের পরিবেশে থমথম করছে বাবুলের খাসতালুক

তৃণমূল-বিজেপির লড়াইয়ে পড়ছে মুড়ি-মুড়কির মত বোমা! আতঙ্কের পরিবেশে থমথম করছে বাবুলের খাসতালুক


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত শনিবার বারাবনি থানার জামগ্রামে তৃণমূল- বিজেপির তীব্র সংঘর্ষ বেধে ছিল। যেখানে মুড়ি-মুড়কির মতো বোম বাজি, অগ্নিসংযোগ, সংঘর্ষ চলে। গতকাল রবিবারও এলাকার পরিবেশ স্বাভাবিক ছিল না। দোকান, বাজার খুললেও আতঙ্কগ্রস্থ ছিলেন এলাকাবাসী। শনিবারের ঘটনায় তৃণমূল-বিজেপি একে অপরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। দুদলের মোট ৪ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। বারাবনি এলাকায় তৃণমূল-বিজেপি আবার পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে। এ প্রসঙ্গে ডিসি(পশ্চিম) বিশ্বজিৎ মাহাত জানালেন যে, দুদলের অভিযোগের ভিত্তিতে মোট চার জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

এদিকে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য জুড়ে চলছে তৃণমূল- বিজেপির রাজনৈতিক সংঘর্ষ। বারাবনি থানার জামগ্রামে যার ভয়ঙ্কর রূপ দেখা গেলো। বিজেপি অভিযোগ করেছে যে, সেদিন বিজেপির মিছিল আটকাতে ব্যাপক হারে বোমাবর্ষণ করেছিল তৃণমূল। এরপরে বিজেপি রাস্তায় পড়ে থাকা তৃণমূল নেতাকর্মীদের অসংখ্য বাইক ভেঙে চৌচির করে দেয়। বহু বাইকে আগুন ধরিয়ে দেয়। শনিবারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়। দোকানপাট, বাজার সব বন্ধ হয়ে যায়। থমথমে পরিবেশ তৈরি হয়। রবিবার দোকানপাট খুললেও এলাকাজুড়ে ছিল আতঙ্কের পরিবেশ। তবে, শনিবার বিজেপি যেভাবে তৃণমূলকে প্রতিরোধ করেছে ও পাল্টা হামলা করেছে, তা অনেককেই বিস্মিত করেছে।

শনিবারের ঘটনায় বিজেপি তৃণমূল ব্লক সভাপতি অসিত সিং সহ ২৮ জনের নামে অভিযোগ দায়ের করেছে। আবার তৃণমূল বিজেপির একাধিক মন্ডল সভাপতি সহ মোট ১৩ জনের নামে অভিযোগ দায়ের করেছে। স্থানীয় তৃণমূল বিধায়ক বিধান উপাধ্যায় জানালেন যে, আগামী ১১ ডিসেম্বর এই এলাকায় আবার তারা মিছিল করবেন। যেভাবে বিজেপি কর্মীরা সাধারণ মানুষের উপর আক্রমন করেছে, মানুষ তাতে দুঃখিত। অন্যদিকে, তৃণমূল সাধারণ মানুষের পাশে আছে বলে তাঁর দাবি।

আপনার মতামত জানান -

আবার গতকাল রবিবার বিজেপির বারাবনি ২ মন্ডল সভাপতি রবিন সূত্রধর ফেসবুকে একটি বিতর্কিত পোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছেন, ” যুদ্ধক্ষেত্রে পালিয়ে যাওয়া সৈনিককে কোর্ট মার্শাল করা হয়। উচ্চ নেতৃত্বর কাছে আবেদন, পালিয়ে যাওয়া ব্যক্তিদের চিহ্নিত করে দলগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হোক।” তাঁর এই পোস্টটিকে ঘিরে তীব্র শোরগোল পড়ে গেছে। যার মধ্যে অনেকে বিজেপির গোষ্ঠী কোন্দলের ছবি দেখতে পাচ্ছেন। তবে, এ প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতির লক্ষ্মণ ঘোড়ুই জানালেন যে, তিনি না বুঝেই এই পোস্ট করেছেন। এখানে যাকে তিনি ইঙ্গিত করতে চেয়েছেন, তিনি দলের কর্মসূচিতে সেদিন অন্য জায়গায় ছিলেন।

তবে, একজন মন্ডল সভাপতি সংঘর্ষের ঠিক পর দিন কেন এরকম ফেসবুক পোস্ট করেছেন? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপি সূত্রের খবর, বারাবনির দুই মণ্ডল সভাপতি সাধন রাউত, রবিন সূত্রধরদের মধ্যে বিরোধ রয়েছে বারাবনি ব্লকের বাসিন্দা ও যুব মোর্চার জেলা সভাপতি অরিজিৎ রায়ের। অরিজিৎ রায়কে যুব মোর্চার জেলা সভাপতি করা হলে, তার বিরুদ্ধে দলীয় নেতৃত্বকে চিঠিও দিয়েছিলেন তারা। গত শনিবার বিজেপির কর্মসূচি মণ্ডল সভাপতির নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছিল। তাই নাম না করেও যুব মোর্চার জেলা সভাপতিকে লক্ষ্য করে এই পোস্ট করা হয়েছে বলে অনেকে মনে করছেন। তবে, এ প্রসঙ্গে বিজেপি নেতা রবিন সূত্রধর কোন বক্তব্য রাখেন নি।

এদিকে গতকাল রবিবার পশ্চিম বর্ধমান জেলায় আর নয় অন্যায় কর্মসূচি পালন করল বিজেপি। দুর্গাপুরে বিজেপির একটি বিশাল বাইক মিছিল বেরিয়েছিল। যেখানে নেতৃত্ব দিয়েছিলেন রাজ্য বিজেপির সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় ও বিজেপির জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই প্রমুখরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!