এখন পড়ছেন
হোম > জাতীয় > পেগাসাস কাণ্ডে সুপ্রিম কোর্টের রায়ে উজ্জীবিত তৃণমূল, কি বক্তব্য গেরুয়া শিবিরের?

পেগাসাস কাণ্ডে সুপ্রিম কোর্টের রায়ে উজ্জীবিত তৃণমূল, কি বক্তব্য গেরুয়া শিবিরের?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পেগাসাস কাণ্ডের তদন্তে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, তাতে যথেষ্ট উজ্জীবিত রাজ্যের শাসক দল তৃণমূল। পক্ষান্তরে সুপ্রিমকোর্টের এই রায় কেন্দ্রীয় সরকারের কাছে একটি বড়সড় ধাক্কা বলেই, অভিমত বিশেষজ্ঞ মহলের। পেগাসাস কাণ্ডের তদন্তের জন্য সুপ্রিমকোর্টের তত্ত্বাবধানে যেমন একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, তেমনি কেন্দ্রের পক্ষ থেকে কমিটি গঠন করার যে আর্জি জানানো হয়েছিল, তা একেবারে খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যাচ্ছে, আট সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় জানিয়েছেন যে, নিরপেক্ষ কমিটি গঠন করা হলে সত্যিটা সামনে বেরিয়ে আসবে। এবার এই বিষয়ে বক্তব্য রাখলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সংসদ সুকান্ত মজুমদার।

সুপ্রিম কোর্টের এই রায় প্রসঙ্গে সুকান্ত মজুমদার জানালেন যে, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, তা তাদের কাছেও মান্য। আদালত যে রায় দিয়েছে সে রকমই কাজ হবে। আদালত যে কমিটি গঠন করে দিয়েছে সেভাবেই আগামী দিনে কাজ হবে। এই ব্যাপারে তাঁদের দিক থেকে কোন মাথা ব্যথা নেই। আবার, রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানালেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!